কিছু সম্পর্কের বিশেষ কোন নাম হয়না -তবে সেই সম্পর্ক গুলো নিজের অজান্তেই আত্নায় মিশে থাকে....!
View (76)
Like (2)
কিছু সম্পর্কের বিশেষ কোন নাম হয়না -তবে সেই সম্পর্ক গুলো নিজের অজান্তেই আত্নায় মিশে থাকে....!
কবিতা : ১৪ ই ফেব্রুয়ারি লেখন : আমি নিজেই তুলি দুই হাত🤲 করি মোনাজাত... হে রহিম, রহমান ১৪ ই ফেব্রুয়ারি হোক ঝড়তুফান , লন্ডভন্ড হয়ে যাক ওদের সকল অবৈধ প্লান!
১৪ ই ফেব্রুয়ারি গোলাপ 🥀 নয়, -Lux দিয়ে প্রোপজ করো কারন এতেই আছে হাজারো ফুলের 🥀 সুবাস🌼😀
কালোর প্রশংসা শুধু উপনাস্যেই মানায়,বাস্তবে তো কবি নিজেই সৌন্দর্যের প্রেমে পরেছেন 🥀
নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান,অন্যের কাছে তা কেবল মাএ কয়েক লাইন।
ওরা আসবে চুপি চুপি,যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান, সব ক টা জানালা খুলে দাও না!আমি গাইবো গাইবো বিজয়ের ই গান,সবাই কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩
এক ফোঁটা বৃষ্টির কারনেও বন্যা হতে পারে, যদি বাঁসাটা পিঁপড়ের হয়,তেমনি এক ফোঁটা ভালোবাসলেও সুখ পাওয়া যায় যদি ভালোবাস টা খাঁটি হয়!🥀
জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না! কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়!
উপকার করে বাঁশ খাওয়ার পর আর কারো উপকার করবো না,বলে প্রতিজ্ঞা করা মানুষ গুলো কারো বিপদ দেখালেই সব ভুলে যায়,এদের কে মানুষ বোকা ভাবে ঠিকই কিন্তু বোকা মানুষ গুলোর জন্যই পৃথিবী এতো সুন্দর
ইচ্ছে করে আবার ছোট বেলায় ফিরে যাই,এই যান্ত্রিকতাময় জীবন আর ভালো লাগে না।জীবন টা যেনো এক গোলক ধাঁধাঁয় আটকে গেছে,কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করতে ও এখন আর ভালো লাগে না।অথচ ছোট বেলা ছিলো কত রঙিল,যেখানে ছিলো না কোন পিছুটান,ছিলো'না কোন দায়িত্ব। শুধু ছিলো শৈশবের দূরন্ত'পনায় মেতে থাকা।
১৮ থেকে ২৪ বছরের" মধ্যেই তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে জীবন থেকে..! 🥀💔
খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে,, দুনিয়ার কোন বই তোমাকে তা শেখাতে পারবে না...! 🥀
বাবা নামক মানুষটা বট বৃক্ষের মতো,কোনো স্বার্থ ছাড়া ই ছায়া দিয়ে যায়!
মাটি থেকে তৈরি আমরা...! মাটিতে ই মিশে যাবো, কান্না করে এসেছি পৃথিবীতে..😭প্রিয়জনদের কাঁদিয়ে চলে যাব।😭
জীবনে কিছু প্রশ্ন থাকে?যার উওর কোখনোও মিলে না।কিছু ভুল থাকে যা শোধরানো যায় না,কিছু কষ্ট থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না।🖤🥀
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর বাস্তবতা কাঁদতে শিখায়😰
একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তারচেয়ে শতগুন বেশি হিংস্র হয়ে যায়.!
মধ্যবিত্ত পরিবারের সন্তান গুলো খাবারের অভাবে ভুগে না,কিছুটা শখ,ইচ্ছা ও স্বপ্ন পূরনের অভাবে ভোগে!
মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার..!
সময় তোমাকে ধন্যবাদ! কিছু কিছু পিরিচিত মানুষের! 😰 ভয়ঙ্কর চেহারা দেখানোর জন্য!😰
জীবনে চলার পথে অনেক স্বার্থপর মানুষের সাথে দেখা হবে,এতে বিভ্রান্ত হইও না,কারন দোনিয়া টাই স্বার্থপরদের দখলে...!
পৃথিবীর কাছে আবেগের কোন মূল্য নেই,আছে কেবল টাকার মূল্য,আবেগ দিয়ে জীবন চলে না জীবন চলে বাস্তবতায়..!
কপালে সুখ লেখা না থাকলে, সে কপাল পাথরে ঠুকেও লাভ নাই,এতে কপাল যতেষ্ট ফুলে কিন্তু ভাগ্য একটু ও ফুলে না।
আগামী কালকে ঈদ,কিন্তু মনের মধ্যে আগের মতো কোনো ফিলিংস নাই।একটা কথাই ভাবতেছি,,যতই দিনের সাথে বেড়ে ওঠতাছি ততয় জীবনে কিছু সুন্দর মুহূর্ত গুলো হারিয়ে ফেলছি,,
নতুন সকাল, নতুন দিন-.. শুভ হোক ঈদের দিন, নতুন রাত -বাঁকা চাঁদ-..সবাই কে জানাই ঈদ মোবারক
জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নায়, সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারনে!