সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়। – হযরত সোলায়মান (আঃ)
View (10,724) | Like (2) | Comments (0)যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে। তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে! — বিল গেটস
View (10,753) | Like (4) | Comments (0)যারা সব জিনিসেরই, একটা সুন্দর অর্থ খোঁজেন। তারা সব সময়েই সৎ কাজ করেন।
View (4,551) | Like (18) | Comments (1)জীবনটা তখনই সুন্দর ছিল, যখন ছুটতাম না সুখের পিছু, বুঝতাম না আসলে বাস্তবতা কি?
View (10,917) | Like (1) | Comments (0)মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। — হুমায়ুন আহমেদ।
View (10,425) | Like (1) | Comments (0)যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। – আলেকজান্ডার
View (10,909) | Like (6) | Comments (0)নিন্দা করতে গেলে... বাইরে থেকে করা যায়। তবে বিচার করতে গেলে... ভিতরে প্রবেশ করতে হয়।
View (10,652) | Like (7) | Comments (0)যোগ্যতা নিয়ে কেউ জন্ম নেয় না! নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হবে!❤️
View (13,992) | Like (0) | Comments (0)অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে।
View (10,906) | Like (2) | Comments (0)কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।
View (2,904) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now