যখন তুমি কোন কাজের সিদ্ধান্ত কর, তখন আল্লাহর উপর ভরসা করো। সূরা ইমরানঃ- ১৫৯
View (6384)
Like (2)
যখন তুমি কোন কাজের সিদ্ধান্ত কর, তখন আল্লাহর উপর ভরসা করো। সূরা ইমরানঃ- ১৫৯
- শুক্রবার মানে😍 - গুনাহ মাফের আরেকটা সুযোগ❤️ - পবিত্র জুম্মা মোবারক🕋😘
যা হচ্ছে হতে দিন! আল্লাহ আপনার ভাবনার চেয়ে অনেক বেশিকিছু ভেবে রেখেছে! যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবা। [সূরা ইব্রাহীম, আয়াত :- ৭]
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন... কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। - (আবু দাউদঃ ৪১০১)
যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। -হযরত উমর (রাঃ)
দোয়ার শক্তি এত বেশি যে, তা বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে। [তিরমিজি-২১৩৯]
কিয়ামতের দিন ওযুর প্রভাবে নামাজীদের হাত, পা ও মুখমন্ডল উজ্জ্বল থাকবে। - [সহীহ বুখারী :- ১৩৬]
তাওবা-ইস্তেগফার হলো মুমিনের সবচেয়ে বড় গুণ।
হে আল্লাহ আমাদের সকলের রোজা গুলো কাবুল করুন।
নিশ্চয়ই যারা অসহায়দের উপর অত্যাচার ও তাদের উপর জুলুম করে, তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (সুরা ইবরাহিম : আয়াত ২২)
যদি মনে হয়, আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন। তাহলে জেনে রাখো, তুমি যা চেয়েছিলে এর চেয়েও উত্তম কিছু তিনি দিবেন। (ইনশাআল্লাহ)