
View (1494)
Like (6)
নিজের জন্য একটু সময়... নিজের জন্য সময় রাখাটা খুব দরকার.... নিজেকে চেনাটা খুব দরকার.. সারাদিনে অন্তত ৩০ মিনিট নিজের জন্য রাখো,নিজের সাথে বাঁচো।
তুমি অপরের যত ক্ষতি চাইবে নিজে তত বেশি ক্ষতির সম্মুখীন হইবে।
কখনো আল্লাহ কে দোষারোপ করবেন না এইবলে যে,তিনি কেনো আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না! বরং শুকরিয়া আদায় করুন এই জন্য যে তিনি আপনার পাপের জন্য সাথে সাথেই "শাস্তি দেন না"
শুধু দামী আর ট্রেন্ডি পোশাকেই স্মার্টনেস আসে না সময়,অবস্থান,আর পরিস্থিতি বুঝে সঠিক গেটআপ আর আচার-ব্যবহার ই প্রাক্টিক্যাল স্মার্টনেস ফুটে উঠে।
এক হাতে স্বপ্ন আরেক হাতে দায়িত্ব। স্বপ্ন কখনো দায়িত্বকে অস্বীকার করে না।
অসুন্দর, অযোগ্য, দুর্বল কিংবা তুচ্ছ ভেবে যারা আজ আপনাকে অবহেলা করছে, নিজেকে এমন ভাবে তৈরি করুন, কাল যেন তারাই আপনাকে নিয়ে গর্ব করে।
সামনে যাই আসুক না কেন,মানুষ যতই আপনাকে নিয়ে বাজে কথা বলুক না কেন,আপনাকে নিয়ে হাসাহাসি করুক না কেন,এই পৃথিবীতে থেমে থাকলে চলবে না,সামনে এগিয়ে যেতে হবে সকল বাধা আর সমালোচনা পিছনে ফেলে। এই পৃথিবীতে অনেকেই আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার লক্ষ্য অর্জনের পথে থেমে গেলে চলবে না,এগিয়ে যেতে হবে।❤️❤️
যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন।
"পরিপূর্ণ মানসিক শান্তি' একমাত্র আল্লাহর স্মরনেই রয়েছে।"