
View (2143)
Like (8)
এক মাত্র আল্লাহ তায়ালা আপনাকে আমাকে, দুনিয়াতে বাঁচার শক্তি দিয়েছেন, সে জন্য আলহামদুলিল্লাহ।🥀🥀
"পরিপূর্ণ মানসিক শান্তি' একমাত্র আল্লাহর স্মরনেই রয়েছে।"
"রাসূল(সাঃ)বলেছেন,ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত।"❤️
জীবনের সব লড়াই একাই লড়তে হয়।মানুষ কেবল সহানুভূতিই দেখায়, সাথে কেউ থাকে না।
নিজেকে ভালোবাসেন। এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, অসুন্দর এগুলো কিচ্ছু না।আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা,ব্যাক্তিত্ব দেখে যেন সবাই দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঐভাবে তৈরি করেন।❤️
কখনো আল্লাহ কে দোষারোপ করবেন না এইবলে যে,তিনি কেনো আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না! বরং শুকরিয়া আদায় করুন এই জন্য যে তিনি আপনার পাপের জন্য সাথে সাথেই "শাস্তি দেন না"
নিজের যা আছে তা নিয়েই আমি খুশি।অন্যের কি আছে তা নিয়ে আমার কোনো আফসোস নেই।❤️
"হয়তো সব ঠিক হয়ে যাবে"এটি একটি মিথ্যা কথা। সব কখনো ঠিক হয় না। সব আগের মতই থাকে,আমরা শুধু মেনে নিতে শিখি...মানিয়ে নিতে শিখি।😌
কিছু মানুষকে ১০০ দিনের মধ্যে ৯৯ দিন উপকার করো আর ১ দিন না করতে পারো তাহলে সেই ওই ১ দিনটাই মনে রাখবে আগের ৯৯ দিন ভুলে যাবে!
অসুন্দর, অযোগ্য, দুর্বল কিংবা তুচ্ছ ভেবে যারা আজ আপনাকে অবহেলা করছে, নিজেকে এমন ভাবে তৈরি করুন, কাল যেন তারাই আপনাকে নিয়ে গর্ব করে।