
View (2136)
Like (8)
নিজেকে ভালোবাসেন। এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, অসুন্দর এগুলো কিচ্ছু না।আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা,ব্যাক্তিত্ব দেখে যেন সবাই দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঐভাবে তৈরি করেন।❤️
ধৈর্য ধরো আল্লাহ তোমাকে ওইটাই দিবে যেটা তোমার জন্য ভালো হবে।
সামনে যাই আসুক না কেন,মানুষ যতই আপনাকে নিয়ে বাজে কথা বলুক না কেন,আপনাকে নিয়ে হাসাহাসি করুক না কেন,এই পৃথিবীতে থেমে থাকলে চলবে না,সামনে এগিয়ে যেতে হবে সকল বাধা আর সমালোচনা পিছনে ফেলে। এই পৃথিবীতে অনেকেই আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার লক্ষ্য অর্জনের পথে থেমে গেলে চলবে না,এগিয়ে যেতে হবে।❤️❤️
"মন্দ লোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না,সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মতো মনে করে।"
কিছু মানুষকে ১০০ দিনের মধ্যে ৯৯ দিন উপকার করো আর ১ দিন না করতে পারো তাহলে সেই ওই ১ দিনটাই মনে রাখবে আগের ৯৯ দিন ভুলে যাবে!
"হয়তো সব ঠিক হয়ে যাবে"এটি একটি মিথ্যা কথা। সব কখনো ঠিক হয় না। সব আগের মতই থাকে,আমরা শুধু মেনে নিতে শিখি...মানিয়ে নিতে শিখি।😌
কখনো আল্লাহ কে দোষারোপ করবেন না এইবলে যে,তিনি কেনো আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না! বরং শুকরিয়া আদায় করুন এই জন্য যে তিনি আপনার পাপের জন্য সাথে সাথেই "শাস্তি দেন না"
আত্মসম্মান থেকে বড় আর কিছু নেই জীবনে।তাই আত্মসম্মান ক্ষুন্ন করে কোন কিছু পাওয়ার চাইতে না পাওয়াই শ্রেয়।
জীবনে একটু হোঁচট একটু ধাক্কা খাওয়া আসলেই প্রয়োজন। কারণ ঐ ধাক্কাটুকু না পাওয়া পর্যন্ত মানুষ বুঝেনা তাকে আসলেই পরিবর্তন হতে হবে।
এক মাত্র আল্লাহ তায়ালা আপনাকে আমাকে, দুনিয়াতে বাঁচার শক্তি দিয়েছেন, সে জন্য আলহামদুলিল্লাহ।🥀🥀