
View (1488)
Like (5)
নিজের যা আছে তা নিয়েই আমি খুশি।অন্যের কি আছে তা নিয়ে আমার কোনো আফসোস নেই।❤️
সামনে যাই আসুক না কেন,মানুষ যতই আপনাকে নিয়ে বাজে কথা বলুক না কেন,আপনাকে নিয়ে হাসাহাসি করুক না কেন,এই পৃথিবীতে থেমে থাকলে চলবে না,সামনে এগিয়ে যেতে হবে সকল বাধা আর সমালোচনা পিছনে ফেলে। এই পৃথিবীতে অনেকেই আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার লক্ষ্য অর্জনের পথে থেমে গেলে চলবে না,এগিয়ে যেতে হবে।❤️❤️
নিজের জন্য একটু সময়... নিজের জন্য সময় রাখাটা খুব দরকার.... নিজেকে চেনাটা খুব দরকার.. সারাদিনে অন্তত ৩০ মিনিট নিজের জন্য রাখো,নিজের সাথে বাঁচো।
কারোর থেকে কোন Expectations না রেখে নিজেকে নিজে Special feel করাতে শেখো!জীবন সুন্দর!❤️
আত্মসম্মান থেকে বড় আর কিছু নেই জীবনে।তাই আত্মসম্মান ক্ষুন্ন করে কোন কিছু পাওয়ার চাইতে না পাওয়াই শ্রেয়।
জীবনের সব লড়াই একাই লড়তে হয়।মানুষ কেবল সহানুভূতিই দেখায়, সাথে কেউ থাকে না।
কাউকে সম্মান করতে না পারেন,অন্তত অসম্মান করবেন না। কারো উপকার করতে না পারেন,অন্তত ক্ষতি করবেন না। কারো প্রাপ্য প্রসংশা না করতে পারেন, অন্তত অযথা নিন্দা করবেন না।
কখনো আল্লাহ কে দোষারোপ করবেন না এইবলে যে,তিনি কেনো আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না! বরং শুকরিয়া আদায় করুন এই জন্য যে তিনি আপনার পাপের জন্য সাথে সাথেই "শাস্তি দেন না"
শুধু দামী আর ট্রেন্ডি পোশাকেই স্মার্টনেস আসে না সময়,অবস্থান,আর পরিস্থিতি বুঝে সঠিক গেটআপ আর আচার-ব্যবহার ই প্রাক্টিক্যাল স্মার্টনেস ফুটে উঠে।
বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না।সুতরাং,সর্বদা আল্লাহকে ডাকুন।❤️