ইট পাথরের এই শহরের জীবনটায় বড্ড ক্লান্ত লাগছে। কেন জানি মনটা শুধু গ্রামে চলে যেতে ইচ্ছে করে। সাজানো গুছানো নিজের ছোট্ট একটা বাড়ি থাকবে, পুকুর থাকবে, খোলা উঠোন থাকবে। পুরোপুরি গ্রামীণ একটা জীবনে ফিরে যেতে চাই। জীবনের চাওয়া পাওয়ায় ও রং বদলায়।
View (659)
Like (6)