নিজের জন্য একটু সময়... নিজের জন্য সময় রাখাটা খুব দরকার.... নিজেকে চেনাটা খুব দরকার.. সারাদিনে অন্তত ৩০ মিনিট নিজের জন্য রাখো,নিজের সাথে বাঁচো।
View (1011)
Like (3)
নিজের জন্য একটু সময়... নিজের জন্য সময় রাখাটা খুব দরকার.... নিজেকে চেনাটা খুব দরকার.. সারাদিনে অন্তত ৩০ মিনিট নিজের জন্য রাখো,নিজের সাথে বাঁচো।
আপি আপনি ঠিক বলছেন। সকল কাজের ফাকে, নিজের জন্য একটু সময় বের করে নিতে হবে।
কে কি বললো তাতে কি যায় আসে?তুমি কি সেটা নিজেই ভালো জানো।তাই নিন্দুক কে তার কাজ করতে দাও।আর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও❤️
বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না।সুতরাং,সর্বদা আল্লাহকে ডাকুন।❤️
আত্মসম্মান থেকে বড় আর কিছু নেই জীবনে।তাই আত্মসম্মান ক্ষুন্ন করে কোন কিছু পাওয়ার চাইতে না পাওয়াই শ্রেয়।
জীবনে ভালো থাকতে হলে কারো কথা গায়ে লাগানো যাবে না! বেলা শেষে ভাবতে হবে,আমি আমার মতো!আমি কারো মতো না!আমি আমিতেই অন্যন্য!আমি যেমন তেমন ভাবেই যারা আমাকে গ্রহণ করবে তারাই আমার কাছের নিজের মানুষ।
নিজের যা আছে তা নিয়েই আমি খুশি।অন্যের কি আছে তা নিয়ে আমার কোনো আফসোস নেই।❤️
চেহারা সুন্দর?এটা আপনার গুণ নয়,এটা আল্লাহ'র দয়া মাত্র। চরিত্র সুন্দর?এটা আপনার গুণ।তাই চেহারা সুন্দরের চেয়ে চরিত্র সুন্দর করা জরুরি।
জীবনের সব লড়াই একাই লড়তে হয়।মানুষ কেবল সহানুভূতিই দেখায়, সাথে কেউ থাকে না।
যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন।
কিছু মানুষকে ১০০ দিনের মধ্যে ৯৯ দিন উপকার করো আর ১ দিন না করতে পারো তাহলে সেই ওই ১ দিনটাই মনে রাখবে আগের ৯৯ দিন ভুলে যাবে!
ধৈর্য ধরো আল্লাহ তোমাকে ওইটাই দিবে যেটা তোমার জন্য ভালো হবে।