যৌবন কালের একটি সিজদাহ, বৃদ্ধ বয়সের ৮০ বছরের ইবাদতের সমান। - হযরত আলী(রাঃ)
View (706)
Like (1)
যৌবন কালের একটি সিজদাহ, বৃদ্ধ বয়সের ৮০ বছরের ইবাদতের সমান। - হযরত আলী(রাঃ)
হে আল্লাহ... যতদিন এই পৃথিবীতে আছি, আমাদেরকে তোমার রহমতের ছায়া তলে রেখো।
যদি মনে হয়, আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন। তাহলে জেনে রাখো, তুমি যা চেয়েছিলে এর চেয়েও উত্তম কিছু তিনি দিবেন।(ইনশাআল্লাহ)
নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। (আলহামদুলিল্লাহ)
যিনি রাতের পর সকাল দেন, তিনিই কষ্টের পরে সুখও দিবেন। (ইনশাআল্লাহ)
༆❝শুকরিয়া আদায় করতে শিখুন❞࿐ ༆❝আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিস টাই দিবেন❞࿐ ༆༊❞(ইনশাআল্লাহ)❝༊࿐
যৌবন কালের একটি সিজদাহ, বৃদ্ধ বয়সের ৮০ বছরের ইবাদতের সমান। - হযরত আলী(রাঃ)
আলহামদুলিল্লাহ বলার জন্য.!❤️ কারণ লাগে না.!❤️ বরং অভ্যাস লাগে!❤️
নিঃসন্দেহে মানুষ মরণশীল, অতএব সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব রবের কাছে।
তুমি ভরসা করো আল্লাহর উপর কর্ম সম্পাদনে আল্লাহ`ই যথেষ্ট। (সূরা আল-আহযাব, আয়াতঃ ০৩)
হে আল্লাহ - যদি কোনো ভুল করি আমায় শুধরে দিও। - যদি হারিয়ে যাই আমায় রাস্তা দেখিও। - যদি হেরে যাই আমাকে মনের জোর দিও।