মানুষের জীবন এতটা ক্ষণস্থায়ী বলেই হয়তো মাঝে মাঝে সবকিছু এতো সুন্দর মনে হয়। বেশি দিন ভালবাসতে পারে না বলেই হয়তো ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।
View (10,683) | Like (0) | Comments (0)পরিপূর্ণতা অর্জন যোগ্য নয়, তবে আমরা পরিপূর্ণতা তাড়া করলে আমরা শ্রেষ্ঠত্ব ধরতে পারি।
View (10,266) | Like (1) | Comments (0)ওপরে আকাশের দিকে তাকাও, আমরা একা নই। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,102) | Like (5) | Comments (1)হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবই তোমার উপর নির্ভর করে।
View (10,989) | Like (1) | Comments (0)আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো-মন্দ বিচার করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।
View (10,445) | Like (1) | Comments (0)তোমার যদি কোন স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো।
View (4,547) | Like (0) | Comments (0)আপনি সবসময় যা করে এসেছেন... এখনও যদি সেটাই করেন... তাহলে সবসময় যা পেয়েছেন... এখনও তাই পাবেন।
View (10,956) | Like (4) | Comments (0)জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।
View (11,232) | Like (3) | Comments (0)নারী তখনই ভাগ্যবতী হয়।? যখন তার প্রিয় পুরুষ।? শুধুমাত্র তার প্রতি আসক্ত থাকে!?
View (4,035) | Like (0) | Comments (0)নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,307) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now