শুকরিয়া আদায় করছি ঐ রবের প্রতি। যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান। আলহামদুলিল্লাহ
View (5521)
Like (1)
শুকরিয়া আদায় করছি ঐ রবের প্রতি। যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান। আলহামদুলিল্লাহ
যোগ্যতা কেউ কাউকে দেয় না.! নিজেকেই অর্জন করতে হয়.!
Software Developer এর কাছ থেকে Software Free অথবা Ads Free Software Expected করা বোকামি ছাড়া আর কিছু না। একজন Software Developer এর Software তৈরী করতে অনেক সময় লেগে যায়। এবং সে Software এর মাধ্যমে তার Income করে নিতে হয়। যদি Software Developer, Software এর মাধ্যমে Earning না করতর পারে। তাহলে সে Software Developer এর Software তৈরী তে আগ্রহ হারাবে।
- নিজের জীবনের লড়াইটা! - নিজেকেই লড়তে হবে! - জ্ঞান অনেকেই দিবে! - কিন্তু সঙ্গ কেউ দিবেনা!
নিজের উপর কখনো বিশ্বাস হারাবেন না। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন! মহান আল্লাহ উপর ভরসা রাখতে হবে।
কারো ওপর ভরসা না করে নিজের মত করে নিজেকে তৈরি করতে শিখুন।
শিখতে হয় মাথা নিচু করে! আর বাচতে হয় মাথা উচু করে।
পরিস্থিতি তো অজুহাত মাত্র। ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতে ও সাঁতার কাটা যায়।
এই বছর আমি হেরেছি, জিতেছি, ব্যর্থ হয়েছে, হেসেছি এবং কেঁদেছি! কিন্তু আমি বাস্তবতা শিখেছি।
যার ধৈর্য আছে.! তার চাওয়া একদিন.! পূরণ হবেই.!
মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে, তার কথাবার্তা নম্র ভদ্রের মতন হয়।