চোখ থাকলেই দেখা যায় না, চারপাশে আলো থাকতে হয়। তেমনই মানুষ হলেই, ভালো মানুষ হওয়া যায়না। সেইজন্য ভালো মন থাকতে হয়।
View (6319)
Like (4)
চোখ থাকলেই দেখা যায় না, চারপাশে আলো থাকতে হয়। তেমনই মানুষ হলেই, ভালো মানুষ হওয়া যায়না। সেইজন্য ভালো মন থাকতে হয়।
অভাব সবারই থাকে.! - কারোর টাকার। - কারোর শিক্ষার। - কারোর ভালোবাসার।
সব অনুভূতি প্রকাশিত হয় না। থাকনা কিছুটা ব্যক্তিগত।
কাউকে খুব বেশি আপন করতে নেই! 🍁--কারণ --🍁 আপন মানুষগুলো ভালো জানে, ঠিক কোথায় আঘাত করতে হয়।
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না। তাইতো সহজে বাঁশি বাজে না! চলনা এই রূপকথা তোমাকে শোনাই।
ঝগড়া করি অনেক অভিমানও করি! তবুও পাগলের মতো সেই তোকেই ভালোবাসি!
༆࿐❞ ࿐❝মানুষ যে কেমনে প্রেম করে.!❞ ࿐❝আমার তো ছেলে মানুষ দেখলেই.!❞ ࿐❝শরম করে.!❞ ༆࿐❞
সব মেনে নেওয়া যায়.! কিন্তু প্রিয় মানুষ কে.! অন্য কারো সাথে দেখা.! মেনে নেওয়া যায় নাহ.!
হাই প্রোটিন যেমন সবার সহ্য হয় না! তেমন আমাকে Handle করার মতো, তোর এখনো Age হয়নি!
মানুষকে সম্মান দিতে পারাটা সুন্দর মনুষত্বের পরিচয়। আপনি যদি মানুষ কে সম্মান করেন, আল্লাহ্ আপনার সম্মান বাড়িয়ে দিবেন।
আমি বার বার ঠকেছি শিক্ষাও পেয়েছি। কিন্তু আফসোস নিজেকে বদলাতে পারিনি।