এই পৃথিবীতে নামাজের চেয়ে, শান্তি আর কোথাও নেই!
View (1146)
Like (3)
এই পৃথিবীতে নামাজের চেয়ে, শান্তি আর কোথাও নেই!
আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। (সূরা আদ-দোহা, আয়াত ৪)
যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত, স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
পানি যে আল্লাহর কত বড় নেয়ামত, ইফতারের সময়ই বুঝা যায়।
ঠোট সুন্দর করতে চাইলে দরুদ শরীফ পড়ুন। কন্ঠস্বর সুন্দর করতে চাইলে কোরআন শরীফ পড়ুন। আল্লাহর সাথে সাক্ষাত করতে চাইলে নামাজ পড়ুন।
আস্তাগফিরুল্লাহ! ছোট একটি বাক্য, অথচ বান্দা যতবার পড়বে! আল্লাহ ততো পাপ মুছতে থাকবে!
তোমরা ধৈর্যধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। (সুরাঃ হুদ - ১১৫)
হে আল্লাহ মৃত্যুর পূর্বে - আমাদেরকে ক্ষমা করুন। মৃত্যুর সময় - আমাদের উপর দয়া করুন। মৃত্যুর পরে - আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন।
যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়। [সহীহ্ বুখারী,১৮৯৮]