এই পৃথিবীতে নামাজের চেয়ে, শান্তি আর কোথাও নেই!
View (6629)
Like (3)
এই পৃথিবীতে নামাজের চেয়ে, শান্তি আর কোথাও নেই!
যে প্রাচুর্য কুপথে টানে, দারিদ্রতা তার চেয়ে হাজারগুন উত্তম। - হযরত আলী (রাঃ)
পছন্দের তিনটি লাইনঃ– ● ❝ফা ইন্না মা'আল উসরি ইউসরা❞ – নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ● ❝হাসবুনাল্লাহুওয়া নি'মাল ওয়াকিল❞ – আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ● ❝ইন্নালাহা মা'আস সবিরিন❞ – নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে আছেন।
এই দোয়া কবুলের রাতে, আমি শুধু তোমার কাছে, একটু মানসিক শান্তি চাই আল্লাহ৷
যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। -[আল-হাদিস]
অভিভাবক হিসাবে আর সাহায্যকারী হিসাবে আল্লাহ-ই যথেষ্ট! [সূরা - নিসা : ৪৫]
অসুস্থ হলে বোঝা যায়! সুস্থতা আল্লাহর কতো বড় নিয়ামত!
আল্লাহ যখন কাউকে টেনে উপরে উঠাবেন, তখন কারো সাধ্য নেই তাকে নিচে নামাবার!
যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত, স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
রাসূল (ﷺ) বলেছেন... কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। -[সহীহ-তিরমিযী-৪১৩]
যদি কাউকে কষ্ট দাও! আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও! কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন! - হযরত আলী (রাঃ)