অতিরিক্ত সরল মানুষ গুলো বার বার ঠকে, প্রতিবার বিশ্বাস ভেঙ্গে গেলেও সহজেই বিশ্বাস করে ফেলে! কেউ ঠকিয়ে গেলেও বলতে পারে না!
মজা ছলে কেউ অপমান করলেও হাসে, একটু সময়ের জন্য কষ্ট পেলেও এদের হাসাতে আপনার
দুই মিনিট সময় ও লাগবে নাহ! আপনার কাছে মনে হবে ওরা বোকা! ওরা আসলে বোকা নয়!
ওরা অতিরিক্ত সরল মনের মানুষ!
একটি ছেলে তার সাইকেলটি একটি গাছের সাথে বেঁধে রেখেছিলো, তারপর আর ফিরে আসেনি, বড় হওয়ার সাথে সাথে গাছটির ভিতরে চলে যায় সাইকেলটি, তারপর থেকে সাইকেলটিকে নিয়েই বেড়ে উঠছে গাছটি।
জীবন কারো জন্যই থেমে থাকেন।?
চন্দ্রডিংগা পাঁচগাও পাহার বাংলাদেশের অন্যতম সুন্দর এবং পরিচিত পাহার। এটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মধ্যে অবস্থিত। চন্দ্রডিংগা পাহার তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ বনভূমি এবং পাহাড়ি নদীর জন্য বিখ্যাত। এখানে ট্রেকিং এবং ন্যাচার ওয়াকের সুযোগ রয়েছে, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। পাহাড়টির চূড়া থেকে আশপাশের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। ??