FewLook.Com
Few Look
Inactive. Public.
স্ত্রীকে ভয় দেখানো পুরুষত্ত নয়.!
বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোই.!
হচ্ছে প্রকৃত পুরুষের পরিচয়.!
View (6390) Like (3)
Inactive. Public.
যে ব্যক্তি সাওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার অতীতের সমস্ত গোনাহ্ ক্ষমা করা হবে। (সহীহ বুখারী- ১৯০১)
View (5233) Like (0)
Active. Public.
- আমরা সেই লেভেলের স্টুডেন্ট.!
- যাদের পড়াশোনা করতেও ইচ্ছা করে না.!
- আবার ছাড়তেও ইচ্ছা করে না.!🙂
View (6683) Like (2)
Inactive. Public.
এতো ভালোবাসার পরেও.!😍
যার হাজার অভিযোগ.!😑
আর যাই হোক.!😒
সেই মানুষটা আমার না.!🙄
View (6237) Like (5)
Inactive. Public.
আজ পর্যন্ত কারো ফোনের.!
Wallpaper হতে পারলাম না.!
View (5716) Like (0)
Inactive. Public.
I feel like I have a new life,
And I am going to take,
Full advantage of it.
View (6547) Like (9)
Inactive. Public.
এমন একজনের অপেক্ষায় আছি.!
যে কিনা নিজ থেকে.!
এসে আমাকে বলবে.!
তোমাকে আমি অনেক.!
ভালোবাসি.!

Waiting for you🙂
View (6300) Like (3)
Inactive. Public.
প্রতিটা স্বঁপ্নই রঙিন হয়.!
শুধু বাস্তবতা গুলো সাদা কালো হয়.!
View (5167) Like (2)
Inactive. Public.
শীত একটি পর্দাশীল ‌ঋতু.!
যা অশ্লীল পোশাক পরিধানে বিরত রাখে.!
♡︎(আলহামদুলিল্লাহ)♡︎
View (5525) Like (3)
Inactive. Public.
বেকারত্ব মানুষকে যা শিক্ষা দেয়!
পৃথিবীর কোনো বই পুস্তক!📃
মানুষকে আজ পর্যন্ত!
তাই শিক্ষা দিতে পারে নি!🥹
View (5503) Like (0)
Active. Public.
আপনি যদি নিজের জীবনকে
নিজের মত করে কাটাতে চান।
তাহলে কোন দিনও
কারো বেশি ভক্ত হতে যাবেন না।
View (6569) Like (4)
Active. Public.
★ Dear Bestu!😍
★ কেউ তোকে পাগল বললে!🤭
★ তুই হতাশ হবি না!🤓
‌‌★ চুপচাপ ঘরের এক কোণে গিয়ে 
ভাববি!🤔
★ ও জানলো কিভাবে!🤓
View (5385) Like (0)
Inactive. Public.
জীবন নিয়ে গল্প লেখা সহজ।
কিন্তুু গল্পের মতো করে,
জীবন সাজানো খুব কঠিন।
View (6276) Like (4)
Inactive. Public.
এই পৃথিবী মরুভূমি,
কেহ কারো নয়।
ভালোবাসার মাঝেই হবে,
তোমার পরিচয়।
View (6247) Like (6)
Inactive. Public.
রিজিক মৃত্যুর মতই নির্দিষ্ট। আপনি যত কিছুই করুন তার কম ও পাবেন না বেশি ও পাবেন না!
View (5193) Like (0)
Inactive. Public.
যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই.!
তাহলে তুমি হবে আমার.!
সবচেয়ে বড় উপহার.!
View (5206) Like (0)
Active. Public.
༺ভালো তো দুজনেই বেসেছি.!😉
༺আমি তাকে.!🙄
༺আর সে অন্য কাউকে.!😔
View (6212) Like (8)
Active. Public.
দেখে - দেখে
মুখ ফুটে কিছু না বলার নামই হচ্ছে লজ্জ্বা
লজ্জ্বা মানুষকে কখনো প্রতিষ্ঠিত করেনা।
- রহিজ মেহেদী।
View (5488) Like (3)
Active. Public.
ফিরে যাই ফিরে আসি
বলতে তোমায় ভালোবাসি
View (5803) Like (1)
Inactive. Public.
☞ জীবনে যাই হোক কখনো!🦋࿐
☞ হাসতে ভুলে যেও না!🦋࿐
☞ কারন হাসিটা তোমার!🦋࿐
☞ শক্তি আর সাহস যোগাবে!🦋࿐
View (5267) Like (0)
Active. Public.
হেরে গেলে চলবে না!ジ🙂
দঃখের মাঝে সুখকে খুঁজে নিতে হবে!ジ🙃
হাজারো সপ্ন বাকি!ジ🤗
পূরন করতে হবে!ジ🙂
(ইনশাআল্লাহ)
View (5353) Like (0)
Inactive. Public.
- মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়.!😥
- আমার সব বন্ধুদের মাঝে.!🙃
- আমিই এক মাত্র সিঙ্গেল.!🙂
View (6164) Like (5)
Active. Public.
যদি কখনো নিজেকে একা মনে হয়.!
তখন ভূতের মুভি দেখুন.!
সব সময় মনে হবে.!
পিছনে কেউ দাঁড়িয়ে আছে.!
View (5916) Like (1)
Active. Public.
বিশাল এই দুনিয়ায়!🤗
আমার কোন প্রেমিক নাই!🫣
View (5457) Like (1)
Active. Public.
- যদি পড়ো নামাজ,❤
- সুন্দর হবে সমাজ।☺

- যদি পড়ো কুরআন,😘
- শক্ত হবে ঈমান।😍
View (6524) Like (5)
Active. Public.
মানুষকে সম্মান দিতে পারাটা,
খুব সুন্দর ব্যক্তিত্বের পরিচয়। 
মানুষকে সম্মান দিয়েন,
আল্লাহ্ আপনার সম্মান বাড়িয়ে দিবেন।
ইনশাল্লাহ
View (5721) Like (0)
Inactive. Public.
বোন তুমি হতে পারো কিউটের
বস্তা.!
কিন্তু পর্দা ছাড়া তুমি খুবই 
সস্তা.!
View (5356) Like (0)
Inactive. Public.
Good friends & Good books,
And a sleepy conscience,
This is the ideal life.
View (6554) Like (7)
Inactive. Public.
একটা মানুষ আপনার মায়ায় আবদ্ধ থাকা মানে আপনি ভাগ্যবান!
View (6192) Like (2)
Active. Public.
পৃথিবীর সবচেয়ে  জলিট অংকের  নাম জীবন"যে সূএেই  প্রয়োগ হোক না কেনো ফলাফল কিন্তু মৃত্যই আসবে!
View (6806) Like (4)
Inactive. Public.
ভালো বন্ধুর মতো বন্ধু থাকলে,
আর কাওকে প্রয়োজন হয় না।
View (5107) Like (1)
Inactive. Public.
কিছু অনুভূতি লিখেও প্রকাশ করা যায় না।🤔
একাকিত্বের আরালে থেকে যায় নীরবতা।🙄
View (5350) Like (1)
Inactive. Public.
My Allah is enough for me!
View (5707) Like (6)
Inactive. Public.
☞ সফলতা পেতে হলে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে।
☞ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে লেগে থাকতে হবে।
☞ খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হবে ধৈর্য ধরে।
☞ ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে।  ☞ পরিশ্রম করলে এক 
View (2593) Like (0)
Active. Public.
যার চাহিদা যত কম!🫣
জীবন ততই সুন্দর!🖤
View (5384) Like (0)
Inactive. Public.
শুধু চাইলেই কি আর হয়.!
কিছু জিনিস কপালেও থাকতে হয়.!
View (6142) Like (4)
Inactive. Public.
আমাকে আমার মতো থাকতে দাও!
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি!
View (5068) Like (0)
Inactive. Public.
জীবন সঙ্গী হিসাবে তাকেই চাই.!
যার কাছে আমি.!
তার একমাত্র অপশন.!
View (5819) Like (1)
Active. Public.
চরিত্রবান পুরুষের কাছে.!
তার কালো স্ত্রী টাও.!
পৃথিবীর সবচেয়ে দামি নারী.!
View (4969) Like (0)
Inactive. Public.
রোজা রাখলে শরীরের ওজন কমে না বরং পাপের ওজন কমে।🤲
(সুবহানাল্লাহ)🌺💘
View (5172) Like (1)
Inactive. Public.
নামাজ আপনাকে শক্তিশালী করে তুলবে!
কখনোই নামাজ ছেড়ে দিবেন না! 
যদি নামাজের পবিত্র অনুভুতি অন্তরে অনুভব না করেন তবুও পড়ুন।
যদি অলসতা লাগে তবুও পড়ুন।
যদি ইচ্ছে না করে তবুুুও পড়ুন।
মন যদি অন্য 
View (5680) Like (0)
Inactive. Public.
জীবন ব্যাখ্যা করা সহজ,
মুখোমুখি হওয়া কঠিন!
View (5366) Like (3)
Active. Public.
মাতৃ শিক্ষাই,
জীবনের বড় শিক্ষা।
View (6170) Like (2)
Active. Public.
যার চোখে আমাকে হারানোর ভয়!সেই মানুষটা আমার হোক!
View (255) Like (0)
Active. Public.
আমার চাওয়া গুলো!🙄
চাওয়াতেই সীমাবদ্ধ।😞
সেগুলো আর পাওয়া হয় না!💔
View (5332) Like (0)
Inactive. Public.
• মানুষ ছ্যাকা খায় না.!😔
• মিথ্যা ভালোবাসার কাছে.!🙃
• হেরে যায়.!😒
View (5795) Like (1)
Inactive. Public.
আগে নিজেকে রেডি করতে হবে, 
যোগ্য বানাতে হবে!
বাকীসব অটোম্যাটিকলি হয়ে যাবে!!
View (6567) Like (6)
Inactive. Public.
একটা মোটা মেয়ের বাবা বলে,
আমার মেয়েকে একটা,
মোটা ছেলের সাথে বিয়ে দিবনা।
তাহলে চিকনা ছেলেটা কেন,
একটা মোটা মেয়ে কে বিয়ে করবে।
View (6143) Like (1)
Active. Public.
নতুন সকাল, নতুন দিন-.. শুভ হোক ঈদের দিন, নতুন রাত -বাঁকা চাঁদ-..সবাই কে জানাই ঈদ মোবারক 
View (7760) Like (11)
Inactive. Public.
- মেয়ে মাল না।❤️
- প্রতিটা বাবার একটা জান্নাত,❤️
- প্রতিটা ভাইয়ের একটা কলিজা।❤️
View (6242) Like (8)
Active. Public.
√ জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে.!
√ মানসিক শান্তি দিবে.!
√ এমন মানুষ থাকাটা বেশি প্রয়োজন.!
View (4924) Like (0)
Active. Public.
🦋 তুমি যাকে সাধারণ ভেবে ছেড়ে দিবে!
🦋 তাকে অন্য কেউ!
🦋 অসাধারণ ভেবে কাছে টেনে নিবে!
View (3597) Like (0)
Inactive. Public.
Dream as if you will live forever,
Live as if you will die today.
View (6527) Like (10)
Inactive. Public.
রাগের মাঝে যে পরিমাণ ভালোবাসা থাকে,
এটা বোঝার ক্ষমতা সবার থাকে না!
View (5691) Like (0)
Inactive. Public.
নির্দিষ্ট কারো মায়ায় আটকে গেলে!
পৃথিবীর কাউকেই আর ভাল্লাগে নাহ্।
View (6396) Like (2)
Inactive. Public.
হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত!
হাজারো দুঃখ লুকানোর জন্য,
একটা মিষ্টি হাসিই যথেষ্ট।
View (6181) Like (2)
Inactive. Public.
মানুষ তোমাকে,
কতক্ষণ ভালো বলবে।
যতক্ষণ তুমি তাদের,
মন রেখে চলতে পারবে!
View (5672) Like (2)
Inactive. Public.
স্বার্থপর মানুষের কাছে,
সম্পর্কের কোনো মূল্য নাই!
View (6177) Like (4)
Inactive. Public.
- ভেঙে পড়ার কিছু নেই.!
- কারণ চিরদিন কেউই.!
- পাশে থাকে না.!
View (6266) Like (4)
Inactive. Public.
সবাইকে সুখী করতে গিয়ে,
দিনশেষে একজন পুরুষ ভীষণ একা হয়ে যায়।
View (5204) Like (1)
Active. Public.
কপালে যেটুকু সুখ লিখা ছিল.!
তাও এই গরমে.!
ঘাম মুছতে মুছতে উঠে গেছে.!
View (5366) Like (0)
Inactive. Public.
● তুমি মানুষ হিসেবে কেমন.!
● তা অন্যের কাছে প্রকাশ করতে যেও না.!
● শুধু তোমার ভিতরের.!
● সততার বীজ রোপন করে যাও.!
● সময় হলে সব প্রকাশ হয়ে যাবে.!
View (6288) Like (5)
Inactive. Public.
বিশ্বাস তাকেই করো.!
যে তোমাকে কষ্ট দিয়ে.!
নিজেকে অপরাধী মনে করে.!
ভালো তাকেই বাসো.!
যার ভিতর সারাক্ষণ তোমাকে.!
হারানোর ভয় থাকে.!
View (6382) Like (3)
Active. Public.
শরীরের সবচেয়ে দামী জায়গা হচ্ছে হৃদয়.!
যেখানে থাকার যোগ্যতা.!
সবার থাকে না.!
View (4949) Like (0)
Active. Public.
ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন।
পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে, 
যদি সেই ভালোবাসা,
জীবনের মধ্যে বিদ্যমান থাকে।
View (5984) Like (5)
Inactive. Public.
যদি জীবনে একটা Delete Button থাকতো,
তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি, আর কিছু মানুষকে
মুছে ফেলতাম জীবন থেকে।
View (6301) Like (3)
Inactive. Public.
হে আল্লাহ
আমাদের সকলের রোজা গুলো কাবুল করুন।
View (6577) Like (7)
Active. Public.
۵ গল্প তো সবারই থাকে।
۵ কারোটা হয় উপন্যাস!
۵ কারোটা দীর্ঘশ্বাস।
View (5502) Like (0)
Inactive. Public.
シ︎ পৃথিবীর সবচেয়ে ভয়ংকর,
シ︎ রোগের নাম হচ্ছে মায়া!
シ︎ যেটা মানুষকে মৃত্যুর আগেই, 
シ︎ জিন্দালাশ বানিয়ে দেয়!
View (5292) Like (2)
Active. Public.
আমার নিজের সম্পর্কে.!
ব্যাখ্যা করার দরকার নেই.!
কারণ আমি জানি.!
আমি ঠিক আছি.!
View (6283) Like (5)
Active. Public.
❑ কেউ গুরুত্ব না দিলে!
❑ আমি হাজার গুন দূরত্ব বাড়িয়ে! ❑ চলে আসি!🥱
View (4498) Like (1)
Active. Public.
হঠাৎ দেখা হয়ে গেলে!
বছর কুড়ি পর!

তখন আমি প্রাক্তন!
তোর হয়েছে নতুন ঘর।
View (6178) Like (0)
Active. Public.
সম্পর্কে যত্ন জিনিসটা অনেক দামি!🤗
View (5332) Like (1)
Active. Public.
অভিমান কেটে গেলেও.!
অপমান ভুলতে নেই.!
View (8381) Like (0)
Inactive. Public.
আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে।
(সূরা আদ-দোহা, আয়াত ৪)
View (6229) Like (3)
Active. Public.
ইচ্ছাকৃত ভাবে যারা হারায়.!
তারা একদিন পাওয়ার জন্য ছট-ফট করবে.!
শুধু সময়ের অপেক্ষা.!
View (5311) Like (1)
Inactive. Public.
Trust me!🌸
তুমি নিজ থেকে যদি!
একবার Strong হয়ে যাও!
কেউ তোমায় Weak করতে পারবে না!
View (1296) Like (0)
Active. Public.
মেয়েদের জীবনের ডিকশনারিতে,
শুধু দুটো শব্দ পাওয়া যায়।
Adjustment & Sacrifice
View (5410) Like (0)
Active. Public.
তুমি আমার সেই অনুভূতি.!
যা জীবনের শেষ নিশ্বাস অব্দি থেকে যাবে.!
View (5279) Like (2)
Active. Public.
আমি ১৬ ঘণ্টা তোমার কথা ভাবি.!🥰
আর বাকি ৮ ঘন্টা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি.!🌸
View (5243) Like (0)
Inactive. Public.
♡ দুরত্ব মানুষ কে.!ツ
♡ আলাদা করে না.!ツ

♡ কিন্তু অবহেলা মানুষ কে.!ツ
♡ আলাদা করে.!ツ
View (6168) Like (3)
Active. Public.
প্রেম করে কান্নার করার চেয়ে!
ফুচকায় ঝাল খেয়ে!
কান্না করা বেটার!
●●︵●●︵●●
View (5265) Like (0)
Inactive. Public.
তুমি যদি নিজেকে অক্ষম ভাবো.!
তাহলে তোমাকে কেউই কোনো দিন.!
সাহায্য করতে পারবেনা.!
View (6101) Like (6)
Active. Public.
জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না! কারন অন্ধকারে  নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়!
View (6785) Like (8)
Inactive. Public.
•> বিয়ে কার্ড এ লেখা ছিল.!😜
•> গাঁজা খুর দের আসা নিষেধ.!😕
•> তাই বর ও আসে নাই.!😆
View (6128) Like (4)
Inactive. Public.
Ex এর কসম.!
আমি জীবনে প্রেম করি নাই.!
View (6177) Like (4)
Inactive. Public.
🙂༆এটা ভার্চুয়াল জগত ডিয়ার࿐🙂
              ⭕༆এখানে࿐⭕
✅No ইমেশন࿐❓ No রিলেশন࿐💔
          🙄༆বাকি সব অভিনয়࿐❌
View (6246) Like (5)
Active. Public.
তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। ___(আল-কোরআন)
View (6533) Like (6)
Inactive. Public.
আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন,
কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না।
সুরা-ইউনুস :- ৬০
View (5140) Like (1)
Inactive. Public.
ভালো থাকার ব্যাপারটা সম্পূর্ণ নিজের উপর।
বাস্তব জীবনে কোনো কিছু পারমানেন্ট না।
তাই যা পাচ্ছেন যতোটা পাচ্ছেন! সেটাকেই মন খুলে অনুভব করেন!
View (976) Like (0)
Active. Public.
আমাকে importance শেখাতে আসবি না! 
থালা বাসন মাজার মাঝখানে!
হাত মুছে রিপ্লাই দেই আমি!
View (5093) Like (0)
Active. Public.
ঠকেছেন আফসোস করবেন না।😢 
সৃষ্টিকর্তার ফয়সালার অপেক্ষায় থাকুন।☝️
View (6469) Like (4)
Inactive. Public.
Where there is love.
There is life.
View (6492) Like (7)
Active. Public.
কারো Extra Attitude সহ্য করি না.!☺️
আর কাউকে Impress করার চেষ্টাও করি না.!😊
Yeah it’s me.!🤗
View (5561) Like (0)
Active. Public.
খুব বেশি প্রয়োজন তোমাকে প্রিয়। শুধু একটি বার হাতটা সক্ত করে ধরো।তোমাকে হতে দিব না আর কারো।
View (6252) Like (2)
Active. Public.
মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি! 😄
মাঝে মাঝে পায় ভীষণ কান্না!😔
এভাবে চলতেছে জিবন!🤗
View (5483) Like (1)
Inactive. Public.
I am not alone.
Allah is always with me.
View (6771) Like (6)
Inactive. Public.
মৃত্যুর কয়েক সেকেন্ড আগে যেন প্রত্যেকটা মুসলমানের মুখে  উচ্চারিত হয়!
❝লা ইলাহা ইল্লাল্লাহু  মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)❞
-(আমিন)-
View (6291) Like (4)
Active. Public.
মানলাম ভালোবাসা সব থেকে সুন্দর অনুভূতি!
তাই বলে তুই ৫ জনকে একসাথে ভালোবাসবি?
View (5807) Like (0)
Active. Public.
প্রেম-পিরিতি ছাড়াও যে,
একজন মানুষ বাঁইচা থাকতে পারে!
তার জ্বলজ্যান্ত উদাহরণ আমি!
View (5485) Like (0)
See More