আপনি যে ভাবে ওয়েব ডেভেলপার হবেন

আপনি যে ভাবে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ছাড়া ওয়েব ডেভেলপার হবেন এই বিষয় গুলো নিন্মে উপস্থাপন করা হল। আপনি CSE ব্যাকগ্রাউন্ডের হোন বা না হোন, যদি ওয়েব ডেভেলপমেন্ট এর প্রতি আপনার আগ্রহ থাকে তাহলে আপনাকে অবশ্যই ফোকাস দিতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ উপর। প্রথমে html, css, js, Bootstrap শিখার পর। যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টা সবার আগে প্রয়োজন সেটা হলো জাভাস্ক্রিপ্ট। কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট কল্পনার বাইরে। যদি আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বা কোন টিচারের প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকেন, যে তারা আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট এর মাস্টার বানিয়ে দিবে তাহলে আপনার এমন ধারণা একদমই ভুল। আপনি যদি একজন ভালো ডেভেলপার / প্রোগ্রামার হতে চান। তাহলে আপনাকে একজন ভালো সেল্ফ লার্নার হতে হবে। আর একজন সেল্ফ লার্নার হিসেবে যে কনসেপ্ট গুলো খুব ভালো করে জানতে হবে। প্রথমে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস বিষয় গুলো জানতে হবে। এরপর জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় অ্যারে, অবজেক্ট এবং ফাংশন কিভাবে লিখতে হয় এবং কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে। অ্যাডভান্সড কনসেপ্ট গুলো যেমন ফাংশনাল প্রোগ্রামিং, অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং, স্কোপ, ক্লোজার, প্রোটোটাইপ, অ্যাসিংক্রোনাস প্রোগ্রামিং, ডম ম্যানিপুলেশন এর মত বিষয়গুলো জানতে হবে। জাভাস্ক্রিপ্টের বহুবিধ ব্যবহার জানার পাশাপাশি প্রাক্টিক্যাল ইমপ্লিমেন্ট করতে হবে। জাভস্ক্রিপ্ট ক্যারিয়ার গাইডলাইন নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা বুঝতে হবে। কোড করতে গিয়ে বিভিন্ন ইরোর এর মুখোমুখি অনেকবার হবেন এমনকি আপনি যদি প্রোগ্রামিং এর মাস্টার ও হয়ে যান তারপরেও অসংখ্য ইরোরের মুখোমুখি হবেন, সেগুলোকে ভয় করলে আপনি এই সেক্টরে বেশিদিন টিকতে পারবেন না। আপনাকে অবশ্যই অনেক ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে। তাহলে আপনার আগামী দিনগুলো সুন্দর হবে এবং এই মহাবিশ্ব একজন দক্ষ ওয়েব ডেভেলপার পাবে। সুতরাং আপনি এই ভাবে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ছাড়া ওয়েব ডেভেলপার হতে পারবেন।
View (1984)
Like (5)