বিয়ে করলে কি কি পাবেন?

বিয়ে করলে সর্বপ্রথম একটা বউ পাবেন! পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা! তখন একটা কল আসবে, তুমি এখন কোথায়? বলার মতন মানুষ পাবেন! তখন নিজেকে.... খুব গুরুত্বপূর্ণ পাবলিক বলে মনে হবে। একজন কুকার/সেফ/রাঁধুনি পাবেন। একটা ওয়াসিং মেশিন পাবেন। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে! একটা অটো টেপরেকর্ডার পাবেন! মাঝে মাঝে কি-বোর্ড টেপা ছাড়াই.! বাজতে থাকে.! কখনো জোড়ে স্টপ বললে.... বন্ধ হয়। কখনো শব্দ পরিবর্তন হলে, বৃষ্টি চালু হয়! বড় বিচিত্র এই রেকর্ডার! সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর, অতি যত্ন সহকারে, বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন কেয়ার টেকার পাবেন! ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর.... প্রবেশ নিষেধ বলে..... হুমকি দেয়ার দারোয়ান পাবেন! ছোট একটা এলার্মক্লক পাবেন! বাড়তি প্রাপ্তি হিসেবে.... শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পাবেন। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে, নিকটাত্মীয় হিসেবে পাবেন। সন্তানের বাবা হতে পারবেন। সর্বশেষ সুখে-দুখে একটা, কথা বলার সঙ্গী পাবেন!
View (4425)
Like (7)