একজন স্মার্ট মানুষের গুণাবলী গুলো জেনে নিন!
স্মার্ট মানুষ কখন কোন কথা বলবে,
তারা সেটা বুঝে-শুনে কথা বলে।
স্মার্ট মানুষ হিসাব-নিকাশ করে কথা বলবে।
কিছু কিছু ক্ষেত্রে তাদের শব্দ চয়ন,
অত্যন্ত উঁচু মানের।
স্মার্ট মানুষ কখনো কাউকে
ব্যক্তিগত আক্রমণ করে না।
একজন স্মার্ট মানুষ কখনো,
নিজের ব্যক্তিগত হতাশার গল্প
অন্যের কাছে শেয়ার করেন না।
একজন স্মার্ট মানুষ,
নিজের ব্যক্তিগত গোপন বিষয়,
এবং পছন্দ-অপছন্দের বিষয়
অন্যকে বুঝতে দেন না।
স্মার্ট মানুষেরা নিজেকে
অতিরিক্ত জাহির করেন না।
স্মার্ট মানুষেরা অন্যকে নিয়ে,
সমালোচনা করেনা।
স্মার্ট মানুষেরা ভিন্ন,
মতকে সহ্য করতে পারে।
স্মার্ট মানুষরা আগ বাড়িয়ে,
কারো সাথে ঝগড়া
বাধিয়ে দেন না।
একজন স্মার্ট মানুষ,
নিজের ব্যক্তিগত ব্যর্থতা
এবং অসফলতার দায়ভার
অন্যের উপর বর্তান না।
স্মার্ট মানুষ অন্যের ব্যক্তিগত বিষয়ে,
অনধিকার চর্চা করতে যাননা।
Follow Us Google News