কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। - মার্ক জাকারবার্গ
View (10,068) | Like (2) | Comments (0)পুরুষ মানুষের জীবনে সুখ বলতে কোন শব্দ নেই, থাকবেও না। পুরুষ তার জীবন পরিবারের জন্য উঃসর্গ করে।
View (10,065) | Like (1) | Comments (0)স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে-বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
View (10,509) | Like (1) | Comments (0)যারা সত্যিকারের ভালোবাসতে চায়। তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না। শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা।
View (11,088) | Like (4) | Comments (0)পুরুষের সাথে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি, দিয়েছে তার সাফল্য বা সামর্থ্যের কাছে!? যেমন: পাত্র কি করে? বেতন কত??
View (11,793) | Like (1) | Comments (0)আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে, এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,652) | Like (1) | Comments (0)এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায়, যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়।
View (11,102) | Like (5) | Comments (0)ভবিষ্যতে কি আসছে তা, অতীতে যা চলে গেছে তার থেকে উত্তম। — আরবি প্রবাদ
View (11,884) | Like (4) | Comments (0)তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,592) | Like (1) | Comments (0)আসবে আবার শীতের রাতি, আসবে না'ক আর সে- তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে, আসবে না'ক আর সে! প’ড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যে-দিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়! সেই স্মৃতি তো ঐ বিছানায় কাঁটা হ’য়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,618) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now