তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (9,895) | Like (1) | Comments (0)আমাদের করা কোনো কিছুই অতীতকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু যা আমরা করছি তা খুব সহজেই, আমাদের ভবিষ্যতকে পরিবর্তন করতে পারে। — অ্যাশলেইঘ ব্রিলিয়ান্ট
View (10,131) | Like (3) | Comments (0)মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি।
View (10,681) | Like (5) | Comments (0)ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (9,823) | Like (2) | Comments (0)তুমি যতোই দামি হও না কেন, ভুল জায়গায় থাকলে... তুমি ঠিকই মূল্যহীন।
View (8,452) | Like (0) | Comments (0)নীরবতা হল... দুঃখের আরেকটি ভাষা।
View (2,960) | Like (1) | Comments (0)কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়। যার চোখের একফোঁটা জল দেখার মতো কেউ থাকেনা।
View (10,419) | Like (4) | Comments (0)সমাজ সব সময় আপনার সমালোচনা করবে। কখনো আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে না। তাই সমাজ কি বল্লো সেটা দেখার টাইম নাই।
View (10,538) | Like (5) | Comments (0)সত্যি তো এটাই! আপনি সফল না হওয়া পর্যন্ত! আপনার ব্যর্থতার কোনো গল্পই! কেউ শুনতে চাইবে না।
View (2,705) | Like (0) | Comments (0)দোষ বলা সহজ। কিন্তু প্রশংসা করা কঠিন।
View (9,571) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now