ভালোবেসে হারিয়েছি কোন কষ্ট নাই, বিরহে যেন তোমাকে একটু-- দেখতে পাই। - রহিজ মেহেদী
View (8,289) | Like (1) | Comments (0)অনেক সময় নিজের জীবনকে মনের মতো করে সাজানো যায়না সময়ের পরিবর্তে ---- নিজের পাওয়া গুলো অপূর্ণতা মেনে নিয়েই একদিন থেমে যেতে হয়। -- রহিজ মেহেদী।
View (8,329) | Like (2) | Comments (0)যে কাউকে কখনো আঘাত করেনা সেটা হচ্ছে বই বইয়ের মতো একজন ভালো বন্ধু জগতের কোথাও নেই। - রহিজ মেহেদী
View (8,287) | Like (2) | Comments (0)কিছু ভালোবাসা এমন হয় প্রতিদান না ভেবে, ত্যাগ স্বীকার করে ----- ভালোই বেসে যেতে হয়। -- রহিজ মেহেদী।
View (4,587) | Like (2) | Comments (0)প্রতিটি স্ত্রী তার স্বামীর প্রতি যত্নশীল হওয়া উচিত স্বামী যেন পর নারীর প্রতি নির্ভরশীল না হয়। কারণ মানুষ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভবনাটা আকাশে জমাট মেঘ দেখেই বুঝে। -- রহিজ মেহেদী।
View (4,658) | Like (1) | Comments (0)আমি ভালোবাসতে পেরেছি এবং সক্ষম ও হয়েছি, তোমার অহংকার এবং অবহেলা, আমাকে কিছু করতে পারেনি। -- রহিজ মেহেদী।
View (4,732) | Like (3) | Comments (0)কিছু হারানোর ব্যথা মাঝে মাঝে বুঝিয়ে দেয় সম্পর্কটার মাঝে প্রাপ্তির আশ্বাস থাকলে ও বিশ্বস্ততার অভাবটা খুব কঠিন। -- রহিজ মেহেদী
View (8,076) | Like (1) | Comments (0)ভালোবাসাটা এমনই সবকিছু দেয়ার পর ও সময় এবং কয়েক ফোঁটা -- চোখের জ্বল অবশিষ্ট থেকে যায় - রহিজ মেহেদী
View (7,997) | Like (1) | Comments (0)আর্থিক সমস্যার কারণে তোমাকে কাছে পায়নি বলে --- মনে করোনা তোমাকে সে ভুলে গেছে, তোমার অনুপস্থিতিতে এখনো --- নীরব নিভৃতে কাঁদে সে ----- -- রহিজ মেহেদী
View (8,254) | Like (2) | Comments (0)তুমি এইটা কখনো ভেবোনা, তোমাকে ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবোনা! প্রতিষ্ঠিত হবো ঠিকই, কিন্তু তোমার ব্যবহার কখনো ভুলবোনা। -- রহিজ মেহেদী।
View (4,574) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now