বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়!? আগে জেদ ধরতাম!? এখন ধৈর্য্য ধরি!?
View (6,022) | Like (0) | Comments (0)৬ হাজার বছর আগে সুমেরীয়দের দ্বারা কাদামাটি দিয়ে তৈরি আমাদের সৌরজগতের মানচিত্র। এতে দেখানো হয়েছে, বৃহদাকার সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে। অর্থাৎ, আজ থেকে ৬ হাজার বছর আগেও সুমেরীয়রা জানতো যে, সূর্য সৌরজগতের কেন্দ্র এবং গ্রহগুলো এর চারপাশে ঘোরে। এ থেকে প্রমানিত যে, সুমেরিয়রা জ্যোতির্বিজ্ঞানে অনেক অগ্রসর ছিল। অথচ ইউরোপিয়রা বলে যে, সৌরকেন্দ্রিক মতবাদের জনক হচ্ছে কোপার্নিকাস।
View (6,021) | Like (1) | Comments (0)দিন শেষে সবাই আসক্ত!!? কেও ধোঁয়ায় আর কেও মায়ায়!!?
View (6,321) | Like (0) | Comments (0)প্রকৃত বীর সেই ব্যক্তি। যে দুঃখকে জয় করতে পারে।
View (5,352) | Like (0) | Comments (0)যখন এই গাছটা ডাষ্টবিনে বড় হচ্ছিলো! কেউ ফিরেও তাকায়নি, কিন্তু এখন হাজারো মানুষ তার কাছে আসবে৷ চলন্ত রাস্তার পাশে অবহেলিত ভাবে জন্মানো ❝সূর্যমুখী❞ ফুলটা কারো জন্য একটা শিক্ষা।? ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না সফল হবেন, মানুষ আপনাকে অবহেলা করে দূরে ছুড়ে ফেলে দিবে ডাষ্টবিনের মতো... আর যখন আপনার সফলতার ফুল ফুটতে শুরু করবে, তখন হাজারো মানুষ আপনার কাছে ছুটে আসবে।
View (8,093) | Like (0) | Comments (0)আঁধারে ভয় পেয়ো না, আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে!✊
View (6,396) | Like (0) | Comments (0)যোগ্যতা থাকলে অশ্লীলতার আশ্রয় নিতে হয় না! তার জ্বলন্ত প্রমাণ হলো উনারা। যারা সাবলীলভাবে কনটেন্ট তৈরী করে।❤️
View (7,082) | Like (1) | Comments (0)একটি ছেলে তার সাইকেলটি একটি গাছের সাথে বেঁধে রেখেছিলো, তারপর আর ফিরে আসেনি, বড় হওয়ার সাথে সাথে গাছটির ভিতরে চলে যায় সাইকেলটি, তারপর থেকে সাইকেলটিকে নিয়েই বেড়ে উঠছে গাছটি। জীবন কারো জন্যই থেমে থাকেন।?
View (9,039) | Like (0) | Comments (0)খারাপ কখনো... ভালো মানুষের মূল্য বোঝে না।
View (6,073) | Like (0) | Comments (0)তাসনিম জারা ও এশায়া হাসান আপন দুই বোন। বড় বোন স্বাস্থ্য বিষয়ে ভিন্নধর্মী কনটেন্ট তৈরি করেন। অন্যদিকে ছোট বোন ইংরেজির নানা খুঁটিনাটি বিষয়ে কনটেন্ট তৈরি করে থাকেন। দুজনের কনটেন্ট দারুণ হয়। ?
View (6,292) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now