বাংলাদেশে এতোদিন সুধু এমনি এমনি হেলিকপ্টার আর বিমান বানিয়ে বাড়ির উঠানে রাখতো। সাংবাদিক গেলে সুধু পাখা ঘুড়াতো সেটাই সংবাদ এর মতো আমরাও দেখতাম। কখনো সেগুলো উড়তো না। এবারই প্রথম ২০২৫ সালে এসে কেউ একজন বানিয়ে থামলো না - উড়িয়েই ছাড়লো । অভিনন্দন ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস! নিজের তৈরি বিমানে সত্যি সত্যিই আকাশে উড়ে দেখালেন তিনি!