? I have no wish to punish. = আমার শাস্তি দেওয়ার কোন ইচ্ছে নেই।
View (3,039) | Like (3) | Comments (0)❎ Sick and ill ❎ ✔️ অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হলে ill হয়। যেমন: - ➡️ He has been sick for 3 days. = সে তিনদিন যাবত অসুস্থ) ➡️ She is suffering from a serious illness. = তিনি একটি চরম অসুস্থতায় ভুগছেন।
View (3,131) | Like (3) | Comments (0)❎ In time & On time ❎ ✔️ নির্দিষ্ট সময়ে হলে On time আর নির্দিষ্ট সময়ের পূর্বে হলে In time হয়। যেমন:- ➡️ The meeting will Start on time. = মিটিংটি নির্দিষ্ট সময়ে আরম্ভ হবে। ➡️ I have reached the station in time. = আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছেছি।
View (10,734) | Like (1) | Comments (0)ইংরেজি ছোট শব্দ শিখুন। ➡ Confident → আত্নবিশ্বাসী। ➡ Cute → আকর্ষণীয়। ➡ Cheerful → আনন্দিত। ➡ Carefree → ভাবনাহীন। ➡ Depressed → খুবই ব্যথিত। পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না।
View (13,042) | Like (1) | Comments (0)ইংরেজি ছোট বাক্য শিখুন। ⟭⟬ Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে? ⟭⟬ On the other hand - অন্যদিকে। ⟭⟬ In this connection - এ বিষয়ে। ⟭⟬ In addition - অধিকন্তু, মোটের উপর। ⟭⟬ Infact - প্রকৃতপক্ষে। পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না।
View (2,634) | Like (1) | Comments (0)ইংরেজি ভোকাবুলারি শিখুন। ☑ Notwithstanding - অথচ / যদিও / কিন্তু। ☑ Along with - সাথে। ☑ As well - যেমন। ☑ Afterward - পরে। ☑ Following - অনুসারে। পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না।
View (2,538) | Like (1) | Comments (0)ইংরেজি ছোট বাক্য শিখুন। ?︎︎︎ Sorry = দুঃখিত। ?︎︎︎ Pardon = ক্ষমা করুন। ?︎︎︎ Excuse me = এই যে শুনছেন। ?︎︎︎ Its my pleasure = এটা আমার দয়া। ?︎︎︎ No mention = কোন ব্যাপার না। পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না।
View (3,049) | Like (6) | Comments (0)ইংরেজি ছোট শব্দ শিখুন। ⚘ Feel shame → লজ্জা পাওয়া। ⚘ Poke nose → নাক গলানো। ⚘ A mere baby → একটি কচি খোকা। ⚘ Haughtiness → দেমাগ। ⚘ Haughty → দেমাগি। পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না।
View (2,987) | Like (3) | Comments (0)ইংরেজি ছোট বাক্য শিখুন। ⟭⟬ If you do care - যদি আপনি চান। ⟭⟬ Next to nothing - না বললেও চলে। ⟭⟬ As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায়। ⟭⟬ As far as i know --আমি যতটুকু জানি। ⟭⟬ As far as I’m concerned - আমার জানা মতে। পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না।
View (2,509) | Like (1) | Comments (0)ইংরেজি ছোট বাক্য শিখুন। ?︎︎︎ morning = শুভ সকাল। ?︎︎︎ Good Afternoon = শুভ বিকাল। ?︎︎︎ Good Evening = শুভ সন্ধ্যা। ?︎︎︎ Night = শুভ রাত্রি। ?︎︎︎ Good bye = শুভ বিদায়। পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না।
View (2,817) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now