সফল মানুষের সাধারণত তাঁদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন।
View (9,341) | Like (1) | Comments (0)ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো অসুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম, এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,282) | Like (4) | Comments (0)বাস্তবতা এতই কঠিন যে, কখনও কখনও বুকের ভিতরে বিন্দু বিন্দু করে গড়ে তোলা ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
View (8,180) | Like (1) | Comments (0)ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে! কিন্তু সফল হওয়ার একটাই উপায় তা হলো চেষ্টা। - এরিস্টটল
View (10,732) | Like (0) | Comments (0)চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।
View (10,213) | Like (0) | Comments (0)ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্ম চাঞ্চল্য ভরপুর, ছুটে চলার নিরন্তন অনুপ্রেরণা। বিশ্রাম নেয়ার জন্য কবরের জীবন চিরকাল পরে রয়েছেই।
View (10,266) | Like (2) | Comments (0)আমরা শুধু সামনের দিকেই এগোতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি - কারণ আমরা কৌতূহলী। আর এই কৌতূহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা।
View (10,322) | Like (4) | Comments (0)আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,376) | Like (4) | Comments (0)দুর্বল কেউ নয়! পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক, সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে।
View (5,889) | Like (1) | Comments (0)জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই, যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।
View (10,035) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now