আন্তর্জাতিক ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে বাংলাদেশি আলোকচিত্রী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তোলা 'হানি হান্টারস' নামের সুন্দরবনের মৌয়ালদের এই ছবি 'ম্যানগ্রোভ এবং ব্যক্তি' শাখায় পুরস্কৃত হয়েছে। ৬৮ দেশ থেকে মোট ২১৮৮টি জমা পরেছিল এবার প্রতিযোগিতার জন্য!