আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি প’ড়বে মনে, উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (9,874) | Like (2) | Comments (0)দিনশেষে সবাই ভুলে যায়.!? সে যত কাছের মানুষই হোক না কেন.!?♂️
View (9,327) | Like (1) | Comments (0)যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
View (9,636) | Like (2) | Comments (0)মুচকি হাসি দিয়ে বিদায় নেওয়ার মধ্যে থাকে হাজারো না বলা কথা!??
View (3,822) | Like (1) | Comments (0)সঠিক সময়ে, সঠিক ডিসিশন না নেওয়া। একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে।
View (10,340) | Like (4) | Comments (0)ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (9,805) | Like (2) | Comments (0)যারা বংশগত ধনী! তারা ফুটানি দেখায় না। ফুটানি দেখায় ফকিন্নি, যখন হঠাৎ বড়লোক হয়।
View (9,323) | Like (1) | Comments (0)আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন, তবে আপনি কিছুটা জায়গা এবং আরও বেশি স্বাধীনতা চান।
View (10,376) | Like (3) | Comments (0)বাবা মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না ভালোবাসি মা বাবা!??
View (10,353) | Like (5) | Comments (0)নারী যখন কন্যা - তখন সে রহমত।? নারী যখন বোন - তখন সে নিয়ামত।? নারী যখন স্ত্রী - তখন সে আমানত।? নারী যখন মা - তখন সে জান্নাত।? Respect নারী।❤️❤️
View (11,301) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now