স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে-বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
View (11,356) | Like (1) | Comments (0)অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় তবে ভবিষ্যত এখনো তোমার হাতেই আছে। — সংগৃহীত
View (11,627) | Like (1) | Comments (0)জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন! প্রথম জন হচ্ছে স্বার্থপর। আর দ্বিতীয় হচ্ছে অহংকারী। কারন এরা কখনো মানুষ হয় না।
View (12,721) | Like (3) | Comments (0)সমাজে ছোট এবং অবহেলিত হিসেবে গণ্য হওয়া মানে, ছাই থেকে বেড়ে ওঠার ইঙগিত।
View (4,961) | Like (5) | Comments (0)বাপের টাকা না থাকলে পথ চলা কতটা কস্টের। যাদের বাপের টাকা নাই তারাই বুজে।
View (4,704) | Like (2) | Comments (0)অতীত হলো একটা জ্ঞানের আধার এবং ভবিষ্যত হলো আশার আধার। অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দৃঢ় করে। — স্টিফেন এম্ব্রোজ
View (11,619) | Like (2) | Comments (0)পুরুষ মানুষের জীবনে সুখ বলতে কোন শব্দ নেই, থাকবেও না। পুরুষ তার জীবন পরিবারের জন্য উঃসর্গ করে।
View (10,898) | Like (1) | Comments (0)আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল।মানুষের আবেগ থাকা ভালো এটি যেন অতিরিক্ত না হয়, এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
View (11,790) | Like (2) | Comments (0)সত্যি তো এটাই! আপনি সফল না হওয়া পর্যন্ত! আপনার ব্যর্থতার কোনো গল্পই! কেউ শুনতে চাইবে না।
View (22,176) | Like (0) | Comments (0)মন থেকে উঠে গেলে; যত ভালো সম্পর্কই হোক! আগের মত আর টান থাকেনা!❤️
View (13,757) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now