যে ব্যক্তি মুসলিমের হক নষ্ট করবে, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবেন যে, তিনি তার ওপর রাগান্বিত থাকবেন।??
View (21,933) | Like (0) | Comments (0)হে ঈমানদারগণ! তোমরা সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ্ সবরকারীদের সাথে আছে। (সূরা বাকরা আয়াত নম্বর -১৫৩)
View (13,081) | Like (0) | Comments (0)মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ নয়! আল্লাহ হয় দেন, নয়তো বদলে দেন! কিন্তু আল্লাহ যেটা দেন! সবচেয়ে উওমটাই দেন! (আলহামদুলিল্লাহ)
View (20,805) | Like (0) | Comments (0)খুব শীঘ্রই আল্লাহর সাহায্য আসবে। আর একটু অপেক্ষা করুন। আর একটু ধৈর্য ধারণ করুন। বিজয়ের হাসি আপনিই হাসবেন।
View (11,717) | Like (1) | Comments (0)বিশ্বাস করুন! আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, কারণ তিনি জানেন আপনার জন্য উত্তম কি। তার ওপর আস্থা রাখুন, তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেন নি।
View (20,559) | Like (0) | Comments (0)যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহতালা ওই ব্যক্তিকে দোজখের আগুন থেকে ৭০ বছর পর্যন্ত দূরে সরিয়ে রাখেন। [সহীহ বুখারী: ২৮৪০]
View (11,750) | Like (0) | Comments (0)ভিতরটা বুঝার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারো নেই।?
View (12,537) | Like (6) | Comments (0)ব্যবসায়ীদের কাঁধে দায়িত্ব দিয়ে ছুটিতে গেছে শয়তান। ব্যাপারটা অনেকটা এমন যে, শয়তান বলছে, আমি ছুটি নিলাম, তোমরা এখন শয়তানিটা চালাও। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে ব্যবসায়িদের আসল রুপ ইতিমধ্যে বাজারে দেখা যাচ্ছে।
View (20,395) | Like (0) | Comments (0)ছয়টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবেন: ➜ শারীরিক সুস্থতা ➜ হালাল রিজিক। ➜ নিরাপদ বাসস্থান। ➜ নেককার স্ত্রী/স্বামী। ➜ নেককার সন্তান। ➜ ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ কবুল করুন।(আমিন)??
View (20,187) | Like (1) | Comments (0)❝আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক❞ অর্থ: হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন।
View (12,884) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now