আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্ সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান– আসবে তখন পান’। হয়ত তখন আমার কোলে সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পূজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (9,831) | Like (1) | Comments (0)সবচেয়ে কষ্টের ব্যাপার হলো। যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটিই আজ অবহেলা করে।
View (10,395) | Like (5) | Comments (0)কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়। যার চোখের একফোঁটা জল দেখার মতো কেউ থাকেনা।
View (10,415) | Like (4) | Comments (0)মনুষ্যত্বের পিছনে মানুষ ছোটে না। মানুষ স্বার্থের পিছনে ছোটে। এই শহরে নিজের জন্য নিজেকে বাঁচাতে হবে। না হলে অবহেলায় অপমানে শেষ হয়ে যেতে হবে।
View (10,283) | Like (7) | Comments (0)মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি।
View (10,673) | Like (5) | Comments (0)ভবিষ্যত মূলত নির্ভর করে, আজ আমরা কি করছি তার উপরে। — মহাত্মা গান্ধী
View (10,037) | Like (3) | Comments (0)যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না। সেই নারী দূর্বল নয় বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী একজন শ্রেষ্ঠ নারী।
View (11,164) | Like (2) | Comments (0)ভবিষ্যত তাদেরই সহায় হয় যারা নিজেদের স্বপ্নের সৌন্দর্যকে অনুধাবন করতে সক্ষম হয়। — এলিয়নর রুজভেল্ট
View (10,039) | Like (2) | Comments (0)সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। - এ পি জে আব্দুল কালাম
View (9,661) | Like (1) | Comments (0)খারাপ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনটাই করা উচিত নয়! কেননা কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়। আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়!
View (11,752) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now