তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,679) | Like (1) | Comments (0)খারাপ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনটাই করা উচিত নয়! কেননা কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়। আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়!
View (12,517) | Like (1) | Comments (0)প্রগতির ধারণা ভবিষ্যতের ভয় থেকে আমাদের রক্ষা করার জন্য। একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া হিসাবে কাজ করে। - ফ্রাঙ্ক হারবার্ট
View (11,139) | Like (1) | Comments (0)পিছনের ফিরে তাকানো নয়, সামনের দিকে এগিয়ে যাওয়াই উজ্জ্বল ভবিষ্যৎয়ের নিদর্শন।
View (11,045) | Like (3) | Comments (0)জীবনে চরম সত্যিটা হলো। জীবনে যা কিছু হয় সবকিছুই মেনে নিতে হয়! যত কষ্টই হোক না কেন, বাস্তবতা যখন যে পথে নিয়ে যায়! সে পথেই হাঁটতে হয়।🖤
View (139) | Like (0) | Comments (0)ঘৃণিত হওয়ার চেয়ে কষ্টের হলো অবহেলিত হওয়া, কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুজে পাও না।
View (11,169) | Like (7) | Comments (0)জীবনের মানে সেদিন বুঝবেন, যেদিন সময় আর পরিস্থিতি এক সাথে আঘাত করবে!
View (14,628) | Like (0) | Comments (0)ভবিষ্যতকে ধরতে গিয়ে নিজের জীবনকে ভুলে যেও না। — গৌর গোপাল দাস
View (11,225) | Like (2) | Comments (0)সস্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠাৎ চমকে! ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,803) | Like (1) | Comments (0)এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায়, যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়।
View (11,186) | Like (5) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now