মহা - বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না- বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।
View (4,049) | Like (1) | Comments (0)যারা অপেক্ষা করে তারাই পায়! আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে।
View (4,781) | Like (0) | Comments (0)কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। কাপ্তাই হ্রদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
View (5,887) | Like (0) | Comments (0)এক সময়ে ব্যবহারিত ঢেঁকি। এখন আর দেখাই যায় না।
View (5,270) | Like (1) | Comments (0)সময় আমাদের জীবনের কোনো কিছু নষ্ট করে না! শুধু শিখিয়ে দিয়ে যায় বাস্তবতা কি!?
View (5,202) | Like (1) | Comments (0)রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে জুগিরকান্দি মায়াবন, বুজির বন ও লক্ষ্মী বাওড় জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে খুঁজ মিলে। পৃথিবীতে মিঠাপানির যে ২২টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম।
View (5,150) | Like (0) | Comments (0)সবাই তার নিজের রাজের রাজা।
View (3,918) | Like (1) | Comments (0)হাওরের কৃষকের জীবন।
View (14,604) | Like (0) | Comments (0)মানুষের রোজগার গতি... তেলের দাম, চলের দাম, বিদ্যুৎতের দাম।
View (5,367) | Like (5) | Comments (0)ধুপপানি ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার একটি ঝর্ণা যা ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি নামক স্থানে অবস্থিত। স্থানীয়রা দুপপানি ঝর্ণা নামেও ডেকে থাকে। স্থানীয় শব্দে ধুপ অর্থ সাদা আর পানি যুক্ত করে এটিকে সাদা পানির ঝর্ণাও বলা হয়। রাঙ্গামাটি, বাংলাদেশ।
View (5,983) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now