আশা হলো এমন একটি বিশ্বাস, যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়।
View (9,840) | Like (0) | Comments (0)তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে, সবার কল্যানে কাজ করে যাবে। জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো! বিশ্বাস করো এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না।
View (10,382) | Like (2) | Comments (0)কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।
View (10,182) | Like (2) | Comments (0)শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসাবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না।
View (9,799) | Like (1) | Comments (0)যদি ভুল করো, তবে সেই ভুল সংশোধনের জন্য বিলম্ব ও লজ্জাবোধ করোনা। - (কনফুসিয়াস)
View (11,636) | Like (0) | Comments (0)প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো : ১) আমি সেরা। ২) আমি করতে পারি। ৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। ৪) আমি জয়ী। ৫) আজ দিনটা আমার। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,982) | Like (6) | Comments (0)পৃথিবীতে কেউ কারো নয়! শুধুমাত্র সুখে থাকার আশাতেই... মানুষের কাছে টানার ব্যর্থ প্রত্যয়। আর তারপরেই শুরু হয়, দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।
View (11,581) | Like (1) | Comments (0)বৃষ্টির সময়ে সমস্ত পাখিরা আশ্রয়ের খোঁজ করতে থাকে কিন্তু ঈগল আকাশের এতই উপর দিয়ে উড়ে যায় যে বৃষ্টি তাকে একফোঁটা ছুতেও পারে না - সেই রকমই জীবনে সমস্যা আসা একটি সাধারণ ব্যাপার, যেখানে আপনার মনোভাবই সমস্ত পার্থক্যের সৃষ্টি করতে পারে।
View (9,817) | Like (1) | Comments (0)জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।
View (2,975) | Like (1) | Comments (0)যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে। সে অবশ্যই সৃষ্টিকর্তায় বিশ্বাসী হবে।
View (10,632) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now