সময়, বন্ধু আর সম্পর্ক এই ৩টি অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই। কিন্তু এগুলোর আসল মূল্য আমরা বুঝতে পারি তখনই, যখন তারা আমাদের জীবন থেকে এগুলো হারিয়ে যায়।
View (10,499) | Like (1) | Comments (0)আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া।
View (8,855) | Like (1) | Comments (0)জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে। - এ. পি. জে. আবদুল কালাম
View (9,978) | Like (4) | Comments (0)আপনি যত ব্যাক্তিত্ববান মানুষই হন না কেন! যতক্ষন আপনার মন ভালো না থাকছে! ততক্ষণ আপনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না।
View (10,799) | Like (1) | Comments (0)আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয়, তাহলে আপনি একটু হাসুন।
View (10,165) | Like (1) | Comments (0)ইট-পাথরের এই শহরে, আমি রোজ ধুকে ধুকে মরছি। নিশ্বাস নিতে কষ্ট হয়, তবুও বাচার চেষ্টা করছি।
View (3,445) | Like (0) | Comments (0)তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।
View (9,087) | Like (1) | Comments (0)বাস্তবতায় কখনো আবেগ অনুভূতি গুলো অগ্রাধিকার পায় না। তাই মানুষ সহজ, সরল, সুন্দরভাবে জীবন যাপন করতে পারে।
View (9,572) | Like (0) | Comments (0)প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে। - (এ পি জে আবদুল কালাম)
View (7,750) | Like (1) | Comments (0)ওপরে আকাশের দিকে তাকাও, আমরা একা নই। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,100) | Like (5) | Comments (0)জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে, জাগিয়ে তুলতে। বাঁধাসমূহকে দেখাও না যে তুমিও কম কঠিন নও। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,004) | Like (4) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now