শিশির বেজা ঘাসের উপর পড়ে আছে শিউলি ফুল।
View (5,672) | Like (0) | Comments (0)তোমারই অপেক্ষায় আজো বসে আছি। কখন তুমি এসে জড়িয়ে ধরে বলবে। আজো ভালোবাসি তোমায়।
View (13,015) | Like (0) | Comments (0)ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোন নৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোন সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোন এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে?
View (13,547) | Like (0) | Comments (0)সকালে ঘুম থেকে উঠেই যে কাজ গুলো কখনো করবেনা। ঘুম থেকে উঠে কখনোই আর পাঁচ মিনিট শুয়ে নেই এর ফাঁদে পড়বেন না, কারন এই একটি বাজে অভ্যাসের জন্য রোজই কাজ নিয়ে ঝামেলায় পড়বেন।
View (5,610) | Like (4) | Comments (0)রাতের চাঁদের আলতে নদী এবং নৌকা।
View (6,504) | Like (0) | Comments (0)কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর। যেমন সুন্দর দূরের চাঁদ কিংবা নক্ষত্রমন্ডলী। ছুঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্ক্ষাটাই বেশি সুন্দর। অতি প্রিয় কোনকিছু ছুঁয়ে ফেলতে নেই। দূরত্বই সুন্দর। ?✨
View (23,558) | Like (0) | Comments (0)নাম না জানা অসম্ভব সুন্দর ফুল।
View (6,274) | Like (0) | Comments (0)বেশিরভাগ ছেলেরা তখনই মোটিভেটেড হয়! যখন তার মন ভাঙ্গে বা কোনো কারণে অ'পমানিত হয়। আর এই মুহুর্তে যদি সে তার ইচ্ছাশক্তিকে কাজে লাগায় তাহলে সে অনেক কিছু করতে পারবে।
View (20,849) | Like (0) | Comments (0)যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে। কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
View (14,163) | Like (1) | Comments (0)মানুষ সুখ চায়, সুখের আশায় বেশি করে বাঁচতে চায়। আর আমি তোমারে চাই, কারণ তোমার মধ্যে আমি সুখ খুঁজে পাই। তুমি যেন সেই শান্তির ঠিকানা! যার জন্য মন দিনের পর দিন অপেক্ষা করে। সুখ তো চাইলেই পাওয়া যায় না! কিন্তু কেউ কেউ আসে, আর নিঃশব্দেই সুখ হয়ে যায়।
View (12,385) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now