ভালো খাদ্যবস্তু পেট ভরায় কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।
View (9,108) | Like (2) | Comments (0)একজন মানুষ এখন কতটা উপরে আছে, তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পরে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই মাপার বিষয়।
View (9,234) | Like (1) | Comments (0)ফুল বিক্রেতা ফুলের মতনই সুন্দর।
View (3,122) | Like (4) | Comments (0)জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।
View (9,724) | Like (1) | Comments (0)কেউ চিরোস্থায়ী নয় এই অস্থায়ী পৃথিবীতে তাই ক্ষমতা, দম্ভ, অহমিকা, বর্বরতা, অমানুষিকতার আবরনে থেকে মানুষ হওয়ার পথে হাঁটা উচিত।
View (9,930) | Like (1) | Comments (0)মানুষের জীবন এতটা ক্ষণস্থায়ী বলেই হয়তো মাঝে মাঝে সবকিছু এতো সুন্দর মনে হয়। বেশি দিন ভালবাসতে পারে না বলেই হয়তো ভালবাসার জন্য মানুষের এত হাহাকার।
View (10,069) | Like (0) | Comments (0)জীবনের দীর্ঘ পথে চলতে গেলে! কঠিন থেকে কঠিনতম বাস্তবতার সম্মুখীন হতে হয়। তাই বলে থেমে থাকলে চলবে না। বরং সামনের দিকে সর্বদাই এগিয়ে যেতে হবে।
View (11,023) | Like (0) | Comments (0)জীবন এক সময় এই ভাবে ফুরিয়ে যাবে।
View (5,318) | Like (0) | Comments (0)যদি মনে করো তুমি পারবে, কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক।
View (9,477) | Like (0) | Comments (0)তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে শুধু একটি জিনিস - সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না! সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!
View (10,152) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now