পিছনের ফিরে তাকানো নয়, সামনের দিকে এগিয়ে যাওয়াই উজ্জ্বল ভবিষ্যৎয়ের নিদর্শন।
View (10,260) | Like (3) | Comments (0)সত্যি তো এটাই! আপনি সফল না হওয়া পর্যন্ত! আপনার ব্যর্থতার কোনো গল্পই! কেউ শুনতে চাইবে না।
View (2,562) | Like (0) | Comments (0)কোন কিছুর অপেক্ষার শেষ হতে দেখেনি কখনো। মৃত্যু এসে ছিনিয়ে নিলেই সব অপেক্ষার ইতি ঘটবে।
View (10,276) | Like (4) | Comments (0)তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (9,884) | Like (1) | Comments (0)প্রথমে তারা তোমাকে অবহেলা করে, তারপর তোমায় নিয়ে হাসি তামাশা করে, তাওপর তারা তোমার বিরুদ্ধে লড়ে এবং তুমি জিতে যাও।
View (10,377) | Like (4) | Comments (0)অতীত রয়েছে তোমার মাথায় তবে তোমার ভবিষ্যতে রয়েছে তোমার হাতে।
View (10,065) | Like (0) | Comments (0)আপনি যাকে সারা জীবন আপন ভেবেছেন, হয়তো একদিন দেখবেন সেই আপনার পথের কাটা হয়ে দাঁড়াবে।
View (10,202) | Like (6) | Comments (0)সবচেয়ে কষ্টের ব্যাপার হলো। যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটিই আজ অবহেলা করে।
View (10,385) | Like (5) | Comments (0)তর্কে জিতলেই বুদ্ধিমান হওয়া যায় না। আর না জিতলে কেউ ফকির হয়ে যায় না। দেখবেন সফল ব্যক্তিত্বরা কখনও তর্কে জড়ায় না।
View (3,649) | Like (0) | Comments (0)ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (9,806) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now