সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়। – হযরত সোলায়মান (আঃ)
View (10,753) | Like (2) | Comments (0)জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা, যারা এই পরীক্ষায় ভয় পায়, তারা জীবনে কোনও লক্ষ্য পূরণ করতে পারে না।
View (10,944) | Like (6) | Comments (0)যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয়, তবে তাই করো! হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বুঝে না! তার অপেক্ষায় থেকো না!
View (13,228) | Like (0) | Comments (0)বিভেদ কাটিয়ে উঠতে, নীরবতার চেয়ে বড় অস্ত্র আর নেই।
View (10,760) | Like (2) | Comments (0)বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
View (10,947) | Like (6) | Comments (0)পাচটি ঘটনার পূর্বে পাচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূবে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পুর্বে জীবনকে।
View (2,726) | Like (1) | Comments (0)সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়। – হযরত সুলায়মান
View (12,666) | Like (4) | Comments (0)আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই। – সুইফট
View (10,525) | Like (1) | Comments (0)ভালোবাসার জন্য যার পতন হয়, সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।
View (10,638) | Like (1) | Comments (0)সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের।
View (4,369) | Like (5) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now