যখন ছোট ছিলাম... সব ভুলে যেতাম... সবাই বলতো, মনে রাখতে শেখো... বড় হলাম, কিছু ভুলিনা এখন। কিন্তু দুনিয়া বলছে, ভুলে যেতে শেখো।
View (10,241) | Like (6) | Comments (0)বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
View (10,440) | Like (6) | Comments (0)ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া।
View (10,208) | Like (8) | Comments (0)বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। — হুমায়ূন আহমেদ।
View (9,066) | Like (1) | Comments (0)কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। — হুমায়ূন আহমেদ (তিথির নীল তোয়ালে)
View (9,684) | Like (1) | Comments (0)একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ। – এস টি কোলরিজ
View (10,043) | Like (4) | Comments (0)সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের।
View (3,895) | Like (5) | Comments (0)প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক। — আব্রাহাম লিংকন
View (10,581) | Like (2) | Comments (0)যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই! সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না! সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। – রবার্ট ফ্রস্ট
View (10,180) | Like (1) | Comments (0)সত্যকে অস্বীকার করিয়া ভন্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না।
View (9,290) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now