জীবনে অনেক বাধা আসবেই।☝ সব বাধা অতিক্রম করে! যে সপলতা অর্জন করবে। সেই প্রকৃত মানুষ।?
View (3,945) | Like (0) | Comments (0)ডিভোর্সি নারী মানে এই না যে, সংসার জীবনে সে ব্যর্থ হয়েছে। এমনও হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের কবল থেকে মুক্তি পেয়েছে।
View (3,889) | Like (0) | Comments (0)জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাত্ব ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন।
View (9,729) | Like (2) | Comments (0)নানারকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি, সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,247) | Like (2) | Comments (0)শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসাবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না।
View (9,806) | Like (1) | Comments (0)ফুল বিক্রেতা সে নিজেই জানে না... সে নিজেই একটা ফুল।
View (2,824) | Like (2) | Comments (0)সুখ আর দুঃখ একে-অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক।
View (10,662) | Like (0) | Comments (0)বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড়ো হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড়ো বলে অপদস্ত হয়।
View (10,514) | Like (2) | Comments (0)শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যাতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না।
View (4,445) | Like (0) | Comments (0)নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার উপর ভরসা রাখো! নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না।
View (12,314) | Like (5) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now