প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে। শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো তিনবেলা নিয়ম করে শোনবার জন্য! আর বলবার জন্য! প্রেম করা মানে, সময়ের অপচয়। পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না।??
View (12,464) | Like (0) | Comments (0)Dear Ex, ছেড়েই যখন গেলি,তখন অন্য কোনো বাহানা দিয়ে যেতে পারতিস বিড়ি তো... তোর বাপও খেতো!
View (4,487) | Like (0) | Comments (0)বৃষ্টি ভেজা তুমি অসম্ভব সুন্দর। ??
View (12,853) | Like (0) | Comments (0)ভালোবাসার সাথে প্রত্যাশার কোনো সম্পর্ক নাই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে। আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশা পূরণের মেশিন নয়।
View (4,178) | Like (1) | Comments (0)দিন অপেক্ষা রাত বিশুদ্ধতর; এটি চিন্তাভাবনা, ভালবাসা এবং স্বপ্ন দেখার আদর্শ সময়। রাতে সবকিছু আরও তীব্র, আরও সত্য বলে প্রতীত হয়।
View (9,583) | Like (1) | Comments (0)বিশ্বস্ততা অর্জন করতে হলে আপনাকে অনেক বছরের সাধনা করতে হবে, অথচ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আপনার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে। সুতরাং বুঝে শুনে চলাই মঙ্গল।
View (4,280) | Like (0) | Comments (0)নাই কোনো অভিমান-অভিযোগ, ভাল থাকুক সে।
View (11,274) | Like (5) | Comments (1)কথা তুমি আমার নির্ঘুম স্বপ্ন আর অনুভুতি, কথা তুমি আমার ভোররাতের মিষ্টি আলো। কথা তুমি আমার লেখা গানের স্বরলিপি, কথা তুমি আমার সুরে আঁকা সুন্দর স্মৃতি।
View (9,865) | Like (2) | Comments (0)হারাতে দেব না তোমায়.! আমার এই অন্তর থেকে.! হৃদয়ের মধ্যে রেখেছি তোমায়.! পৃথিবীর সমস্ত সুখ দিয়ে.! ভালোবাসি তোমায় অনেক বেশি.! সারাজীবন থাকতে চাই পাশাপাশি.!
View (11,104) | Like (0) | Comments (0)আর সব প্রেম সফলও হয় না। প্রেমে ব্যর্থ হলে নিজের জীবন নষ্ট করে দেয়ার মানে নেই। আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। পৃথিবীতে প্রেম অল্পতেই শেষ হয় না। প্রেম জীবনে একবারও আসে না। প্রেম জীবনে বহুবার বহুরুপে আসে।
View (4,941) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now