সময় যখন খারাপ যায় পৃথিবীর সমস্ত সমস্যা একসাথে জড়ো হয়। বাস্তবতা তার যত রূপ আছে- সব দেখিয়ে দেয়! চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, আপনদের লম্বা লিস্টটাও ছোট হতে হতে শূন্যতে এসে দাঁড়ায়, একাকিত্ব, নীরবতাও বড্ড অসহনীয় লাগে- একমাত্র সহ্য ক্ষমতা আর কান্নারা সাথী হয়, তখন ভাগ্য দূর থেকে তাচ্ছিল্যের হাসি হাসে! কি যে বিদ্রুপ সে হাসি!
View (18,521) | Like (0) | Comments (0)লজ্জিত হওয়ার জন্য হলেও লজ্জা থাকাটাও তো জরুরি।?
View (6,386) | Like (1) | Comments (0)কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। — জন গ্রিন
View (10,652) | Like (0) | Comments (0)পুরুষ মানুষের সুখ শান্তি! পকেটের অবস্থার সাথে উঠানামা করে।
View (6,739) | Like (0) | Comments (0)দুঃখের সময়ে সুখের কথা মনে করার মতো কষ্ট, আর কিছুতেই নেই।
View (11,996) | Like (4) | Comments (0)✿ মানুষ একাকী বাঁচতে পারে না! ✿ তাই মানুষ কল্পনাতে হলেও! ✿ কাউকে খুঁজে নেয়!
View (11,802) | Like (2) | Comments (0)ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। – জন ল্যাক হন
View (12,073) | Like (8) | Comments (0)পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা অথবা অপেক্ষা। যা কিছুই হোক না কেন মানুষ একদিন ঠিক মানিয়ে নেয়, নয় মেনে নেয়। জীবন থামেনা, কখনোই না, কারো জন্যই না।?
View (25,381) | Like (0) | Comments (0)আগেকার মানুষ অশিক্ষিত ছিলো! কিন্তু পরিবার গুলো যৌথ ছিলো! আর আজ মানুষ শিক্ষিত হয়েছে! কিন্তু পরিবারগুলো খণ্ডিত।??
View (25,541) | Like (0) | Comments (0)যখন কিছু করতে শুরু করবে, তখন দুনিয়া তোমাকে পাগল বলবে। আর যখন সফল হবে তখন দুনিয়া তোমার জন্য পাগল হবে।
View (5,887) | Like (2) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now