তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,121) | Like (7) | Comments (1)যে ব্যক্তি পড়তে পারে, কিন্তু পড়ে না! আর যে ব্যক্তি পড়তে পারে না, দুই-ই সমান।
View (10,950) | Like (2) | Comments (0)রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।
View (9,843) | Like (1) | Comments (0)বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। চেষ্টা কর, তুমিও পারবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,910) | Like (5) | Comments (0)একি যায়গার তিন সময় তিনটি ভিন্ন ভিন্ন সুন্দর্যের ছবি তুলা হয়েছে।
View (3,593) | Like (5) | Comments (0)একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন, যারা কঠোর পরিশ্রম করেন। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,188) | Like (6) | Comments (0)বোধহয় প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে, একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে।
View (3,521) | Like (3) | Comments (0)সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না; তুমি যা করতে ভালোবাসো, সেটাই করতে থাকো। সাফল্য নিজেই ধরা দেবে।
View (10,303) | Like (1) | Comments (0)জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে, জাগিয়ে তুলতে। বাঁধাসমূহকে দেখাও না যে তুমিও কম কঠিন নও। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,894) | Like (4) | Comments (0)জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।
View (10,282) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now