আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না।
View (11,475) | Like (1) | Comments (0)পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে। হসি মুখে চলে আসাই ভাল।
View (5,506) | Like (0) | Comments (0)বাস্তবতা এতই কঠিন যে, কখনও কখনও বুকের ভিতরে বিন্দু বিন্দু করে গড়ে তোলা ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
View (9,872) | Like (1) | Comments (0)জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাত্ব ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন।
View (10,797) | Like (2) | Comments (0)বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। চেষ্টা কর, তুমিও পারবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (12,047) | Like (5) | Comments (0)আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।
View (12,049) | Like (3) | Comments (0)জীবনের দীর্ঘ পথে চলতে গেলে! কঠিন থেকে কঠিনতম বাস্তবতার সম্মুখীন হতে হয়। তাই বলে থেমে থাকলে চলবে না। বরং সামনের দিকে সর্বদাই এগিয়ে যেতে হবে।
View (12,743) | Like (0) | Comments (0)অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রুপ!?
View (12,391) | Like (1) | Comments (0)আপনার পছন্দের নয় এমন পেশায় কাজ করলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, এবং দ্রুত বুড়ো হয়ে যাবেন।
View (576) | Like (0) | Comments (0)শিক্ষিত হওয়া একটা সহজ কাজ কিন্তু কঠিন কাজ হচ্ছে সেই শিক্ষার মাধ্যমে নিজের ও পরিবারের ভবিষ্যৎ উজ্জল করা। হে আল্লাহ্ আমাকে সাহায্য করুন।
View (11,495) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now