কেন সব মেয়ে টাকা পয়সা চাইনা

কেন সব মেয়ে টাকা পয়সা চাইনা এই বিষয়টি নিন্মে উপস্থাপন করা হল। ০১) কিছু কিছু মেয়ে বিশ্বাসি একটা মানুষ চাই। ০২) যার হাত দরে সারা জীবন কাটানো যায়। ০৩) যাকে নিজের থেকেও বিশ্বাস করা যাই। ০৪) সে যেমনই হোক তাকে ভালো বাসতে বাদা নেই। ০৫) জীবনে টাকা পয়সা আসবে যাবে। তবে ভালো কিন্তু সবাই বাসতে পারে না। সুতরাং এই সব কারনে সব মেয়ে টাকা পয়সা চাইনা।