Bangla Express
Public | 04-Dec-2023

বই নিয়ে মজার কিছু তথ্য

অনেকেই বই পড়তে ভালবাসেন। বই নিয়ে আছে অনেক বিচিত্র ধরনের তথ্য। এসব তথ্য যেমন মানুষকে আনন্দ দেয় আবার কিছু কিছু তথ্য আছে যেগুলো মানুষকে নিয়ে যায় ভাবনার জগতে। বই নিয়ে সেরকম কিছু বিচিত্র তথ্য নিচে দেয়া হলো— ➤ অ্যালান ফ্রান্সিস নামের এক স্কটিশ লেখক একটি বই লিখেছেন। বইটির নাম Everything Man know about Women বাংলা অর্থ মেয়েদের সম্পর্কে ছেলেরা যা জানে''। মজার বিষয় হচ্ছে বইটির ভূমিকার পর, বাকি পৃষ্ঠাগুলো একেবারে ফাঁকা। পৃষ্ঠা নম্বর ছাড়া কিছুই নেই। ➤ বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হলো লাইব্রেরি অব কংগ্রেস। ৭০ মাইল বেগে একটি গাড়ি চালিয়ে গেলে লাইব্রেরির বই গুলো পার হতে সময় লাগবে ৮ ঘণ্টা। ➤ বিশ্বের সব থেকে বেশি বিক্রিত বইটির নাম 'এ টেল অব টু সিটিজ'। লন্ডন এবং প্যারিস নিয়ে এই বইটি লিখেছিলেন চার্লস ডিকেন্স। ➤ বিশ্বের বৃহত্তম বইয়ের দোকানটি রয়েছে নিউইয়র্কে। দোকানটির নাম 'বার্নস এন্ড নোবল'। দোকানের বইয়ের তাকগুলো একটার পর একটা সাজালে দৈর্ঘ্য হবে ১২ মাইলের মতো। ➤ ইংরেজিতে ছাপা প্রথম বইয়ের নাম ছিল ‘দি রেকুইয়েল অব দি হিস্টোরিয়েস অব ট্রয়’ (The Recuyell of the Historyes of Troye)। এই বইটি ছাপা হয় ১৪৭৫ সালে আর লেখক ছিলেন উইলিয়াম ক্যাক্সটন। ➤ জার্মানির গুটেনবার্গ ১৪৪০ সালে মুভেবল টাইপ উদ্ভাবন করেন। এই ছাপাখানায় তিনি ল্যাটিন ভাষায় ১৪৫৫ সালে বাইবেল ছাপেন। এটিই বিশ্বের প্রথম মুদ্রিত বই। এই ছিল বই নিয়ে মজার কিছু তথ্য।
Follow Us Google News
View (45,228) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now