তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই?

তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই? দেশটাকে নোংরামী আর নষ্টামীর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে যা করার সবটিই করেছে এই মহিলাটি! তাহসানের সাথে বিচ্ছেদের পর ভাবছিলাম তাহসানের কারণে সংসারটা ভাঙলো! কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান ফ্লিম প্রডিউসার সৃজিতের সাথে মিথিলার সম্পর্ক সমস্ত ধোঁয়াশা কেটে যায়! মিথিলার পরকীয়ায় সংসার ভাঙে তাহসানের! সাথে এতিম হয়ে যায় ছোট্ট মেয়েটি! তারপরের ইতিহাসতো সবার জানা! নষ্টামিকে ইনকাম সোর্স বানিয়ে ভারত থেকে নষ্টামির উপর পি.এস.ডি ডিগ্রী নিয়ে এখন বাংলাদেশে ফসল ফলাচ্ছে! তুমি পারবা তো? কি বুঝাতে চেয়েছেন এই বাক্য দিয়ে? বাক্যটার অর্থ আপনার ছোট্ট এতিম মেয়েটিও বুঝবে! বাংলাদেশের সামাজিক সংস্কৃতির বিলুপ্তি ঘটাতে এই ধরণের নোংরা সিরিজ একটাই যথেষ্ট! গ্রামে সন্ধ্যা নেমে এলেই মায়েরা তৈ তৈ তৈ বলে ডেকে হাঁস-মুরগি ঘরে ঢুকায়! এলেন স্বপন মিথিলাকে এই স্বরে ঢেকে কি বুঝাতে চেয়েছে? নারী কি শুধুই ভোগ্য পণ্য? টাকার লোভে গিভ এন্ড টেইক কন্ডিশনে এলেন স্বপন নামের এমন কুৎসিত মানুষটির সাথেও লিভ টুগেদারে যাবে মিথিলার মত নারীরা? বাংলাদেশী সিরিজ প্রডিউসারকে বলছি! তুমি সত্যিই সফল ব্যবসায়ী! নোংরামী আর নষ্টামিকে ওয়েব সিরিজ নাম দিয়ে বাংলাদেশকে খাইয়ে দিলে! জয় ভাই জয়! তোমার মত ন্যারু মাইন্ডের প্রডিউসারের জয়! মিথিলা-তাহসান! কি অসাধারণ একটা গল্প ছিল! যে গল্পের পূর্ণতা পেয়ে ২০১৩ সালে তাদের কন্যা আইরা তাহরিম খানের জন্ম হয়েছিল! মেয়েটির বয়স এখন ১০ বছর! তুমি পারবা বাক্যটি নাহয় থাক! তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই? বাক্যটি মেয়েটা বুঝবে না? আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা, মা বোনেরা কি শিখছে এসব দেখে? নিজেদের সন্তানের মূখে এসব গান শুনতে কেমন লাগছে আমাদের? ফেসবুক খুলতেই এসব নোংরামি ভাসছে যেন দেশের মানুষের রুচির দুর্ভিক্ষ চলতেছে! কি আজব একটা ট্রেন্ড চালু করার ধান্দা নিয়ে নেমেছে এরা! পুরুষটিকে নিয়ে বলতেও আমার রুচিতে বাঁধে! তারচেয়ে মনে হয় হিরু আলমই বেটার ক্যারেক্টার! জানি এসব অব টপিক! তবে চুপ থাকলে এরকম মেয়ে ঘরে ঘরে জন্মাবে! বন্ধ হোক এসব অপসংস্কৃতির প্রচার! নিষিদ্ধ হোক ওয়েব সিরিজ নামক এমন কুৎসিত নোংরামি।
View (4525)
Like (1)