বিয়ের বয়স পারিয়ে যাচ্ছে এখনো বিয়ে হচ্ছ না
তোমার বয়সের সবার বিয়ে হয়ে যাচ্ছে, এই কথা ভেবে যদি ডিপ্রেশনে চলে যাও। তাহলে এটা তোমার ভুল।
তোমার বয়সের সবার বাচ্চা হয়ে যাচ্ছে। আর তুমি এখনো সেটেল হতে পারোনি। এটা ভাবা ভুল।
তোমার প্রথম বিয়ে কিংবা ভালোবাসাটা হয়তো টিকেনি। তাই বলে তোমার জীবনে নতুন কেউ আসবে না। এটা ভাবা ভুল।
আরেক জনের প্রমোশন চাকরি ব্যাবসায়ে সফলতা হওয়া দেখে। নিজেকে অকর্মা ভাবা ভুল।
তোমার দিক থেকে তুমি ঠিকই এগিয়ে আছো। বিয়ে, প্রেম, চাকরী , ব্যাবসা, এগুলো সফলতার সঙ্গা হতে পারে না।
সুস্থতা, মানসিক ভাবে সুস্থির থাকাকে সফলতা বলে। সময় হলে সবই হবে, বিয়েটাও, ক্যারিয়ারও সাথে বাচ্চা। এর জন্য তুমি ডিপ্রেশনে চলে যেতে পারনা।
তুমাকে তুমার দিক থেকে এগিয়ে যেতে হবে। কেউ সফলতা তাড়াতাড়ি পায় আবার কেউ অস্তে অস্তে সফল হয়। এটাই বাস্তব, আর সবাইকে এটা মেনে নিতে হবে।
Follow Us Google News