ডিজিটাল মার্কেটিং শিখতে কি কি লাগে?

ডিজিটাল মার্কেটিং শিখতে বা কাজ করতে আপনার কয়েকটা বিষয় অবশ্যই লাগবে। ০১) দ্রুত গতির ইন্টারনেট। ০২) একটা মোটামুটি ভাল কনফিগারেশনের কম্পিউটার অথবা (ল্যাপটপ) অথবা একটি স্মার্ট ফোন। ০৩) বেসিক ইংলিশ দক্ষতা। ০৪) বেসিক ইন্টারনেট ব্রাউজিং দক্ষতা। ০৫) ধৈর্য ধারণা করতে হবে। ০৬) মানুষের সাইকোলজির প্রতি আগ্রহ। ০৭) একজন ভাল মেন্টর যে আপনাকে এগিয়ে যাওয়ার গাইডলাইন দিবে। ডিজিটাল মার্কেটিং শিখতে এই সব বিষয়ে গুলো হলেই হবে।