Public | 12-Jun-2025

সময় কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেয়!

সময় কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেয়!
এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা (যিনি চাকরি জীবনে সবার সাথে দুর্ব্যবহার করতেন) অবসরের ৫ বছর পর তার পুরাতন অফিসে গেলেন কিছু জরুরি কাগজপত্র তুলতে। দুঃখজনক হলেও সত্য, আজ কেউ তাকে অভ্যর্থনা জানাল না, কেউ এগিয়েও এল না। বেশিরভাগ কর্মচারীই তাকে চিনেও না চেনার ভান করল। অথচ একদিন তিনিই ছিলেন এই অফিসের বস।

তখন একজন নবীন অফিসার (যে সপ্তাহখানেক আগে যোগদান করেছে) এগিয়ে এসে আগন্তুকের কাছে তার পরিচয় ও আগমনের কারণ জানতে চাইল। পরিচয় পাবার পর অফিসারটি সাবেক ওই কর্মকর্তাকে চা অফার করল এবং কৌতূহলবশত জিজ্ঞেস করল, "স্যার, অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

অবসরপ্রাপ্ত কর্মকর্তাটি একটি দীর্ঘশ্বাস গোপন করে বললেন, "প্রথম কিছুদিন খুব খারাপ লেগেছে। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে। এখন আমি বুঝতে শিখেছি, দাবা খেলার শেষে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদমর্যাদা, বংশপরিচয়, উপাধি, পদবি, শান-শওকত এ সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটাই আসল যা ভালো কাজ, বিনয় এবং সুন্দর আচরণ দিয়ে অর্জন করতে হয়। দুঃখের বিষয় এগুলোর কিছুই আমি অর্জন করতে পারিনি।

শিক্ষা: সময় যার যার জীবনের হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেয়। এই সহজ সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না!
Follow Us Google News
View (30,493) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform