জীবনের চরম আক্ষেপ আর দুঃখ বোধহয় তখনই জন্ম নেয়, যখন পরিবার হয়ে ওঠে মানসিক যন্ত্রণার কারণ! যখন পরিবার আপনাকে বোঝার চাইতে আপনার মাধ্যমে নিজেদের স্বার্থটাই সবার আগে বোঝে!
জীবনের আসল স্বাদ উপভোগ করার সৌভাগ্য নিয়ে সবাই জন্মায় না। পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা কোনো না কোনো ভাবে নিজের পরিবারের মানুষ দ্বারা আঘাত পায়, লাঞ্চিত হয়!
নিজের দুঃখ, নিজের ভালো লাগা-মন্দ লাগা অনুভূতি, যখন পরিবারের কাছেই প্রকাশ করা যায় না, এর থেকে যন্ত্রণাদায়ক অনুভূতি আর হয় না!
একটা নির্মম সত্য কী, জানেন?
আপনাকে যখন আপনার পরিবারের মানুষগুলোই বুঝবে না, তখন আপনি যার কাছেই নিজেকে ব্যাখ্যা করতে যান না কেন, পৃথিবীর কেউই আপনাকে বুঝবে না। আপনার অসহায়ত্ব, দুঃখ কারো কারো কাছে কেবলই গল্পের পৃষ্ঠা মাত্র। এই গল্পের ব্যথাগুলো শুধুমাত্র আপনার একার।
যে ব্যথা পেয়ে আপনি নীরব হয়ে যান, সেই ব্যথার অনুভূতি কেউই বুঝবে না। আপনার নীরবতার কারণ না খুঁজে উল্টো আপনাকে কীভাবে আরও আঘাত করা যায়, মানুষ শুধু সেই সুযোগটাই খুঁজবে। শুধু আপনাকে বুঝবে না– কস্মিনকালেও বুঝবে না।
আপনাকে বুঝতে হবে, আপনাকে আগলে রাখার কিংবা আপনাকে বোঝার মতো মানুষের জন্মই হয়নি পৃথিবীতে। আর যারা আপন সেজে আপনার থেকে সহস্র দূরত্বে অবস্থান করছে, তারাও আপনাকে বিন্দুমাত্র বোঝার চেষ্টাও করবে না কোনোদিন!
Follow Us Google News
View (14,541) | Like (1) | Comments (0)