যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি, আমি চেষ্টা করে যাবো। কারণ এখন আমিই সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি; আমি যদি যথেষ্ট চেষ্টা করি, আমি জিতবই।
View (10,774) | Like (4) | Comments (0)যে ভাল কাজ করতে ব্যস্ত থাকে, সেই ভাল থাকার জন্য সময় পায় না।
View (11,299) | Like (1) | Comments (0)জীবনে কঠিন সব বাঁধা আসে, তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে, জাগিয়ে তুলতে। বাঁধাসমূহকে দেখাও না যে তুমিও কম কঠিন নও। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,892) | Like (4) | Comments (0)তোমার যদি কোন স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো।
View (4,492) | Like (0) | Comments (0)আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাস করুন। এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।
View (11,164) | Like (0) | Comments (0)আমাদের সকলের এমন লোক দরকার যারা আমাদের প্রতিক্রিয়া জানাবে। এভাবেই আমরা উন্নতি করি।
View (10,220) | Like (1) | Comments (0)ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট।
View (10,732) | Like (2) | Comments (0)সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।
View (10,425) | Like (1) | Comments (0)কারো অতীত না জেনে, তার বর্তমানকে জানো। এই জানাই তোমার জন্য যথার্থ হবে। - (এডিসন)
View (11,169) | Like (0) | Comments (0)বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না।
View (10,821) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now